TRENDING:

Debojyoti Mishra : মানবিকতার টানে ঘর ছেড়ে বাইরে, সুরকার এ বার বিপন্নদের ‘পথবন্ধু’

Last Updated:

কাদের পাশে দাঁড়তে চান দেবজ্যোতি ? নির্দিষ্ট কোনও বিপর্যয় বা এলাকা তিনি উল্লেখ করেননি ৷ বরং বলেছেন, গ্রাম গঞ্জ মফস্বল জুড়ে কেমন আছেন সাধারণ মানুষ? দেখতে বেরিয়ে পড়েছিলেন তিনি এবং তাঁর সঙ্গীরা ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা : অতিমারি ও লকডাউনের বিষণ্ণ সময়ে সুরকে সঙ্গী করে নেওয়ার ডাক দিয়েছিলেন আগেই ৷ এ বার ত্রাণ নিয়ে পথে নামলেন দেবজ্যোতি মিশ্র৷ পাশে দাঁড়ালেন বিপন্নদের ৷ উদ্যোগের নাম দিয়েছেন ‘পথবন্ধু’ ৷ সুরকার তথা সঙ্গীত পরিচালক জানিয়েছেন, তাঁকে প্রেরণা যুগিয়েছে শ্রমজীবী ক্যান্টিন ৷
advertisement

কাদের পাশে দাঁড়তে চান দেবজ্যোতি ? নির্দিষ্ট কোনও বিপর্যয় বা এলাকা তিনি উল্লেখ করেননি ৷ বরং বলেছেন, গ্রাম গঞ্জ মফস্বল জুড়ে কেমন আছেন সাধারণ মানুষ? দেখতে বেরিয়ে পড়েছিলেন তিনি এবং তাঁর সঙ্গীরা ৷ কীভাবে বাঁচছেন মানুষ ? বা আদৌ বাঁচছেন কি? উত্তরে খোঁজে পথে নেমেছেন পথবন্ধুরা ৷

পথে করুণ অভিজ্ঞতার সাক্ষী দেবজ্যোতি ৷ দেখলেন, অসংখ্য মনুষ আজ পথবাসী ৷ সঙ্গে খাবার, জল কিছু নেই ৷ মানসিক দিক থেকে তাঁরা প্রকৃতস্থ নন ৷ এঁরা কিন্তু ভিক্ষাজীবী নন ৷ প্রথমেই বলেছেন দেবজ্যোতি৷ তাঁর কথায়, খিদে পেলে ভিক্ষাজীবীরা হাত পাতেন ৷ কিন্তু তিনি যাঁদের দেখেছেন, তাঁরা খিদেতৃষ্ণার অনুভূতি হারিয়েছেন ৷ যেন খাবার চাইতেও ভুলে গিয়েছেন ৷ আর চাইবেনই বা কোথায়? লকডাউনে চারদিক স্তব্ধ ৷ তাঁদের পাশে দাঁড়াতে মানবিক উদ্যোগে সামিল দেবজ্যোতি ৷ খাবার নিয়ে হাজির গ্রাম মফস্বলের সীমানা পেরিয়ে বিপন্নদের কাছে ৷ শুধু খাবার তো একমাত্র প্রয়োজন নয় ৷ দেবজ্যোতি দেখেছেন, তাঁদের অনেকের কাছেই পোশাকও নেই ৷ উলঙ্গ বা অর্ধউলঙ্গ ৷ আবার অনেকের হয়তো স্নান হয়নি বেশ কিছু দিন ৷ তাঁদের স্নান করিয়ে পরিষ্কার জামাকাপড় পরিয়ে হাতে তুলে দেওয়া হচ্ছে খাবার ৷

advertisement

কিন্তু এখন তো ঘরে থাকার সময় ৷ এখন পথে কেন? এই প্রশ্নের প্রেক্ষিতে পাল্টা প্রশ্ন দেবজ্যোতির-যদি সকলে ঘরে থাকেন, তা হলে এই দুর্গতদের পাশে কারা থাকবেন? চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীরা ঘরে বসে থাকলে কারা সুস্থ করে তুলবেন বাকিদের? প্রশ্ন সঙ্গীত পরিচালকের ৷

এই দুঃসময়ে দেবজ্যোতিও পথেই থাকতে চান পথবন্ধু হয়ে ৷ সকলের কাছে আর্জি জানিয়েছেন, তাঁরাও তাঁর পথের সাথী হতে পারেন ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
১৭ রাজ্য পাড়ি দিয়ে শান্তির বার্তা — স্কুটিতে একা অভিযানে বর্ধমানের শিক্ষিকা
আরও দেখুন

বন্ধুকেই তো পথের সাথীকে চিনে নেওয়ার জন্য বলা যায় ৷

বাংলা খবর/ খবর/বিনোদন/
Debojyoti Mishra : মানবিকতার টানে ঘর ছেড়ে বাইরে, সুরকার এ বার বিপন্নদের ‘পথবন্ধু’
Open in App
হোম
খবর
ফটো
লোকাল