এ বার দেবজ্যোতির আঁকা ছবি বাংলা নববর্ষের ক্যালেন্ডারে প্রকাশ পেতে চলেছে। সেরাম থ্যালাসেমিয়া প্রিভেনশন ফেডারেশন, যারা সারাবছর নানা সচেতনতা মূলক কর্মকান্ডে জড়িত থাকে, আগামী ১৬ এপ্রিল শোভাবাজার রাজবাড়ির নাটমন্দিরে প্রকাশ করতে চলেছে এই বিশেষ ক্যালেন্ডার 'গানের ভিতর দিয়ে'। বিকেল ৫টায়। পয়লা বৈশাখে প্রকাশ পাচ্ছে দেবজ্যোতি মিশ্র সুরারোপিত ছবি 'শেষ পাতা'। ছয় পাতার এই দেওয়াল ক্যালেন্ডারে পাতায়, পাতায় থাকছে দেবজ্যোতি মিশ্রের আঁকা ছবি।
advertisement
আরও পড়ুন: মস্তিষ্কে ভয়ানক ক্ষতির আশঙ্কা ছিল! হেমাটোমার মতো জটিল রোগে আক্রান্ত হন কাঞ্চনা
আরও পড়ুন: মস্তিষ্কে ভয়ানক ক্ষতির আশঙ্কা ছিল! হেমাটোমার মতো জটিল রোগে আক্রান্ত হন কাঞ্চনা
সঙ্গীতের দুনিয়ায় অবদানের জন্য থাকছে বিশেষ সম্মান। এই উদ্যোগের নেপথ্যে মূল কারিগর সংস্থার সম্পাদক সঞ্জীব আচার্য। সুর থেরাপির কাজ করে। গানের মধ্যে দিয়ে জীবনের উদযাপন সব সময় ভাল লাগার। তাই একজন সঙ্গীত শিল্পীর আঁকা ছবির মধ্য দিয়ে জীবনের নানা মুহূর্তের গল্প বলা হল এই ক্যালেন্ডারে। পরে অনুষ্ঠিত হবে বৈশাখি সন্ধ্যা। গানে ইন্দ্রানী সেন, শিবাজি চট্টোপাধ্যায়, উপালি চট্টোপাধ্যায়, স্বপন বসু প্রমুখ।
রাজবাড়ির আবহে দেবজ্যোতির তুলির টানে সৃষ্টি হওয়া অনবদ্য ক্যানভাস চাক্ষুষ করার প্রতীক্ষায় দর্শকরা। অপেক্ষা আর মাত্র কয়েক দিনের।