অভিনেত্রী দেবযানী চট্টোপাধ্যায় জানান যে, "পুজোর আগে পুজোর ফ্যাশন নিয়ে আবার পরবের সঙ্গে ফিরছি। দূর্গা পুজোকে মাথায় রেখেই নতুন কালেকশন গুলোকে তৈরি করা হয়েছে। ওই-শের এবারের বিশেষ আকর্ষন হিসেবে থাকছে ইউনিসেক্সুয়াল ধুতি, তসরের উপর কাট ওয়ার্ক করা শাড়ি। বিষ্ণুপুরী শাড়ির উপর ব্লক প্রিন্ট ও হ্যান্ড প্রিন্টের কাজ। এই কালেকশনের প্রত্যেকটির মধ্যে দিয়ে দূর্গাপুজোকে নিয়ে বাঙালির যে আবেগ, নস্টালজিয়া সেটাকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। আশা করি সেই বিষয়গুলি আপনাদের ভীষণ ভালো লাগবে।"
advertisement
আরও পড়ুন: নামেই বিতর্ক! ভুয়ো মৃত্যুর খবরের জন্য জাতীয় মিডিয়াকে নিয়ে ক্ষোভ প্রকাশ অনন্যা চট্টোপাধ্যায়ের
সুজয় প্রসাদ চ্যাটার্জির গলাতেও শোনা গেল একই সুর। তাঁর গয়নার নতুন সম্ভার নিয়ে তৈরি তিনিও। এইবারে তাঁর স্পেশাল কালেকশনে থাকছে সেরামিক মাটি ও কাঠের গয়না।
আরও পড়ুন: কে বলে প্রেগন্যান্ট অবস্থায় স্টাইল করা মুশকিল! শিখুন আলিয়ার থেকে! হবু মায়েদের জন্য দিলেন টিপস!
প্রসঙ্গত, গত বছর এই প্রদর্শনীর উদ্বোধন করেন অভিনেত্রী মনামী ঘোষ (Monami Ghosh)। এ ছাড়াও সেখানে বসেছিল চাঁদের হাট ৷ উপস্থিত ছিলেন সোহাগ সেন, অনসূয়া মজুমদার, শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra), চন্দ্রাবলী রুদ্র পাল, দিব্যেন্দু বড়ুয়া, রাতাশ্রী দত্ত, রিচা শর্মা, দেবমাল্য চট্টোপাধ্যায়, সানি রায়-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব । দু'দিন ব্যাপী আয়োজিত এই প্রদর্শনীতে মানুষের বিপুল সাড়া পেয়ে আপ্লুত হয়েছিলেন দেবযানী ও সুজয় ।