অনুরাগীরা তাঁদের এই পোস্ট দেখে উচ্ছ্বসিত৷ দেবিনা ও গুরমিতের ছোট মেয়ের নাম জানতে পেরে নেটিজেনরা লিখেছেন ‘কী দারুণ নাম’৷ আর এক অনুরাগী লিখেছেন ‘দেবিনার দীবীশা সবথেকে মিষ্টি নাম৷’ আর এক ভক্তর কথায় দীবীশা আসলে দেবী দুর্গারই আশীর্বাদ৷ আরও এক বার অভিনন্দনের স্রোতে ভেসে গিয়েছেন দেবিনা ও গুরমিত৷ প্রসঙ্গত তাঁদের প্রথম সন্তান তথা বড় মেয়ের নাম লিয়ান্না৷
advertisement
আরও পড়ুন : ‘শ্রীমান পৃথ্বীরাজে’ তাঁর বদলে গাইলেন লতা মঙ্গেশকর, কিন্তু সুমিত্রার মনে কোনও তিক্ততা ছিল না
গত বছর দ্বিতীয় সন্তানের জন্ম দেন টেলিভিশন অভিনেত্রী দেবিনা৷ তিনি জানান তাঁর সদ্যোজাত সন্তান আকারে খুব ছোট ও স্পর্শকাতর৷ সেটা নিয়ে তিনি খুব উদ্বিগ্ন ছিলেন বলেও জানান অভিনেত্রী৷ তিনি এও জানান যে সদ্যোজাত কন্যাসন্তানকে স্পর্শ করার অনুমতি তিনি কাউকে দিচ্ছেন না৷ নাতনিকে মালিশ করে দিচ্ছেন শুধুই তার দিদিমা৷ তাঁর কথায় ‘‘আমি এমনকি অন্য কাউকে মালিশ করার অনুমতিও দিচ্ছি না৷ ও আকারে খুব, খুব ছোট্ট৷ আমার মা নাতনিকে মালিশ করে দিচ্ছেন৷ আমরা ওকে নিয়ে চূড়ান্ত সাবধানী৷ ও খুব ছোট্ট৷ মাঝে মাঝে তো ওকে কারওর কোলে দিতেও আমার খুব ভয় হয়৷ কারণ ও খুব ছোট ও স্পর্শকাতর৷ আমার ভয় হয় যে কিছু হয়ে না যায়৷’’
অভিনেতা গুরমিত চৌধুরিকে গত ২০১১ সালের ১৫ ফেব্রুয়ারি বিয়ে করেন দেবিনা৷ তাঁদের প্রথম সন্তানের জন্ম হয় ১১ বছর পর, ২০২২ সালের ৩ এপ্রিল৷ তার কয়েক মাস পরই গত ১১ নভেম্বর দ্বিতীয় কন্যার জন্ম দেন দেবিনা৷ তাঁর ছোট মেয়ে এখন ভাল আছে বলে জানান তিনি৷ বলেছেন ‘‘ও খুব ঘুমোয়৷ ঘুম থেকে উঠে দুধ খায়, আবার ঘুমোয়৷ একদিন পর পরই তাকে হাসপাতালে যেতে হয় চেকআপের জন্য৷ ’’ সংযোজন দ্বিতীয় বার মাতৃত্বের স্বাদ পাওয়া অভিনেত্রী দেবিনা৷