TRENDING:

সদ্যোজাত ছোট মেয়ের নাম কী রাখলেন, নামের অর্থ কী, জানালেন দেবিনা-গুরমিত

Last Updated:

Debina and Gurmeet second child: অনুরাগীরা তাঁদের এই পোস্ট দেখে উচ্ছ্বসিত

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই : অবশেষে তাঁদের ছোট মেয়ের নাম প্রকাশ্যে আনলেন দেবিনা বন্দ্যোপাধ্যায় এবং গুরমিত চৌধুরি৷ তারকা দম্পতি তাঁদের সদ্যোজাত সন্তানের নাম রেখেছেন দীবীশা৷ ছোট মেয়েকে নিয়ে ছুটি কাটাতে গিয়েছেন দেবিনা ও গুরমিত৷ সেখান থেকেই তাঁরা ইনস্টাগ্রামে পোস্ট করেছেন৷ ছবিতে দেখা যাচ্ছে সমুদ্রসৈকতে ছোট মেয়েকে আদর করছেন তারকা জুটি৷ সেই ছবির ক্যাপশনেই জানানো হয়েছে ‘‘আমাদের ম্যাজিক্যাল সন্তানের নাম রেখেছি দীবীশা৷ এই নামের অর্থ সকল দেবীর প্রধান বা দেবী দুর্গা৷’’ জানা গিয়েছে দেবিনা ও গুরমিত গোয়ায় ছুটি কাটাতে গিয়েছেন৷
advertisement

অনুরাগীরা তাঁদের এই পোস্ট দেখে উচ্ছ্বসিত৷ দেবিনা ও গুরমিতের ছোট মেয়ের নাম জানতে পেরে নেটিজেনরা লিখেছেন ‘কী দারুণ নাম’৷ আর এক অনুরাগী লিখেছেন ‘দেবিনার দীবীশা সবথেকে মিষ্টি নাম৷’ আর এক ভক্তর কথায় দীবীশা আসলে দেবী দুর্গারই আশীর্বাদ৷ আরও এক বার অভিনন্দনের স্রোতে ভেসে গিয়েছেন দেবিনা ও গুরমিত৷ প্রসঙ্গত তাঁদের প্রথম সন্তান তথা বড় মেয়ের নাম লিয়ান্না৷

advertisement

আরও পড়ুন :  ‘শ্রীমান পৃথ্বীরাজে’ তাঁর বদলে গাইলেন লতা মঙ্গেশকর, কিন্তু সুমিত্রার মনে কোনও তিক্ততা ছিল না

গত বছর দ্বিতীয় সন্তানের জন্ম দেন টেলিভিশন অভিনেত্রী দেবিনা৷ তিনি জানান তাঁর সদ্যোজাত সন্তান আকারে খুব ছোট ও স্পর্শকাতর৷ সেটা নিয়ে তিনি খুব উদ্বিগ্ন ছিলেন বলেও জানান অভিনেত্রী৷ তিনি এও জানান যে সদ্যোজাত কন্যাসন্তানকে স্পর্শ করার অনুমতি তিনি কাউকে দিচ্ছেন না৷ নাতনিকে মালিশ করে দিচ্ছেন শুধুই তার দিদিমা৷ তাঁর কথায় ‘‘আমি এমনকি অন্য কাউকে মালিশ করার অনুমতিও দিচ্ছি না৷ ও আকারে খুব, খুব ছোট্ট৷ আমার মা নাতনিকে মালিশ করে দিচ্ছেন৷ আমরা ওকে নিয়ে চূড়ান্ত সাবধানী৷ ও খুব ছোট্ট৷ মাঝে মাঝে তো ওকে কারওর কোলে দিতেও আমার খুব ভয় হয়৷ কারণ ও খুব ছোট ও স্পর্শকাতর৷ আমার ভয় হয় যে কিছু হয়ে না যায়৷’’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

অভিনেতা গুরমিত চৌধুরিকে গত ২০১১ সালের ১৫ ফেব্রুয়ারি বিয়ে করেন দেবিনা৷ তাঁদের প্রথম সন্তানের জন্ম হয় ১১ বছর পর, ২০২২ সালের ৩ এপ্রিল৷ তার কয়েক মাস পরই গত ১১ নভেম্বর দ্বিতীয় কন্যার জন্ম দেন দেবিনা৷ তাঁর ছোট মেয়ে এখন ভাল আছে বলে জানান তিনি৷ বলেছেন ‘‘ও খুব ঘুমোয়৷ ঘুম থেকে উঠে দুধ খায়, আবার ঘুমোয়৷ একদিন পর পরই তাকে হাসপাতালে যেতে হয় চেকআপের জন্য৷ ’’ সংযোজন দ্বিতীয় বার মাতৃত্বের স্বাদ পাওয়া অভিনেত্রী দেবিনা৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
সদ্যোজাত ছোট মেয়ের নাম কী রাখলেন, নামের অর্থ কী, জানালেন দেবিনা-গুরমিত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল