আরও পড়ুন: জয়, মাহী এবং তাঁদের সন্তানকে হত্যার হুমকি, গ্রেফতার তারকা দম্পতির রাঁধুনী!
মেয়ের নাম আগেই জানিয়েছিলেন দেবিনা। লিয়ানা চৌধুরি। তার জন্য ইনস্টাগ্রামে একটি প্রোফাইলও খুলেছেন বাবা-মা। নিজের প্রোফাইল ছাড়াও সেখানে মেয়ের প্রথম ছবি পোস্ট করেছেন দেবিনা। সঙ্গে লিখেছেন, 'এই হল আমাদের লিয়ানা। যাঁরা লিয়ানাকে দেখতে চেয়েছিলেন, তাঁদের জন্য রইল মেয়ের প্রথম ছবি। যাঁরা ওর জন্য প্রার্থনা করেছেন এবং এত দিন ধরে অপেক্ষা করেছেন, তাঁদেরকে অনেক ধন্যবাদ। আমরা যে এত সুন্দর পৃথিবীতে বাস করি, সেটা জেনেই মন ভরে যায়।'
advertisement
ছবিতে দেখা যাচ্ছে, মেয়েকে কোলে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন বাবা এবং মা। দু'জনেই চুমু খাচ্ছেন মেয়েকে। ছোট্ট লিয়ানা অবশ্য ক্যামেরার দিকে মন দিয়েছে। সাদা রঙের জামা এবং হেয়ারব্যান্ডে সেজে উঠেছে একরত্তি। ছবির তলায় আদরে ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। সঙ্গে রয়েছেন তারকারাও। অনিতা হসনন্দানি, মাহী ভিজ, কিশ্বের মার্চেন্ট, মানসী যোশী রায় প্রমুখ লিয়ানাকে ভালবাসা জানিয়েছেন।
আরও পড়ুন: টেলিভিশনের তারকা নিয়ার নতুন ছবি দেখে কুপোকাত ভক্তরা, দেখেছেন?
অন্তঃসত্ত্বা থাকাকালীনই দেবিনা জানিয়েছিলেন, অনেক যন্ত্রণা পেরিয়ে আজ তিনি সফল। বেশ কয়েক বছর ধরে মা হওয়ার চেষ্টা করেছেন তিনি। কিন্তু শারীরিক জটিলতা, বিভিন্ন অস্ত্রোপচার করার কারণে সন্তান ধারণ করতে পারছিলেন না তিনি। বারবার চিকিৎসকের কাছে ‘না’ শুনতে ভাল লাগত না তাঁর। কিন্তু আজ তিনি এক জন মা। স্বপ্ন সফল হয়েছে তাঁর।