TRENDING:

চার নারী, হাতে তরবারি, মধুমিতা-রাজনন্দিনীর 'নজরবন্দি' ঋতুপর্ণা! ঘোষণা দেবারতির

Last Updated:

সাইবার ক্রিমিনালদের প্ররোচনায় আপনার সঙ্গে যে কোনও মুহূর্তে ঘটে যেতে পারে প্রতারণা। তাই সাইবার ক্রাইম নিয়ে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে আসছে “নজরবন্দি”।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: আপনি কি জানেন আপনার হাতের স্মার্টফোন আপনার জন্য ঠিক কতটা বিপদজনক হতে পারে? ফেলতে পারে বিপদেও। কেড়ে নিতে পারে আপনার উপার্জন করা টাকাও? সাইবার ক্রিমিনালদের প্ররোচনায় আপনার সঙ্গে যে কোনও মুহূর্তে ঘটে যেতে পারে প্রতারণা। তাই সাইবার ক্রাইম নিয়ে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে আসছে “নজরবন্দি”।
ঋতুপর্ণা সেনগুপ্ত, মধুমিতা সরকার, রাজনন্দিনী পাল
ঋতুপর্ণা সেনগুপ্ত, মধুমিতা সরকার, রাজনন্দিনী পাল
advertisement

প্রায়শই সাইবার প্রতারণার ঘটনা ঘটতে দেখা যায়। দিন দিন তা বেড়েই চলেছে। তাঁর প্রধান কারণ হল সচেতনতার অভাব। সাইবার প্রতারণা নিয়ে সচেতনতা বাড়তেই এবার মাঠে নেমেছে পরিচালক দেবারতি ভৌমিক। “কাঁটাতার”-এর পর এবার দ্বিতীয় ছবি “নজরবন্দি” নিয়ে হাজির দেবারতি।

আরও পড়ুন: বিয়ের পিঁড়িতে পুলকিত-কৃতী? ভাইরাল কার্ডের ছবি ঘিরে তোলপাড় স্যোশাল মিডিয়া

advertisement

ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে ঋতুপর্ণা সেনগুপ্ত, মধুমিতা সরকার, অনিন্দিতা বসু, রাজনন্দিনী পাল ও সোহাগ সেনকে। ছবির ইউএসপি হল ছবির চিত্রনাট্য সাজানো হয়েছে শুধু মহিলাদের নিয়েই। সাইবার ক্রিমিনাল, ক্রাইমের ভিকটিম, এমনকি পুলিশ সকলেই মহিলা! ঋতুপর্ণা এই ছবিতে চিত্রকর, মধুমিতা আর রাজনন্দিনীকে দেখা যাবে নেগেটিভ চরিত্রে, আর পুলিশের ভূমিকায় অনিন্দিতা বসু।

advertisement

দেবারতি ভৌমিক

আরও পড়ুন: হঠাৎই জ্ঞান হারিয়ে, অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন রণজয়! কেমন আছেন অভিনেতা?

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

পরিচালক বলেন, “নজরবন্দী মূলত একটি কমার্সিয়াল ছবি। যার গল্প বলার জন্য আমি বেছে নিয়েছি মেয়েদের। প্রশ্ন উঠতে পারে শুধু মেয়েরাই কেন? কারণ ছবির দুর্দান্ত অ্যাকশনের দৃশ্য হোক বা সম্পর্কের টানাপোড়েন, সবেতেই যে মেয়েরা ফুল মার্কস পেতে পারে, এটা বোঝানোর দায় একজন মহিলা পরিচালকেই তো নিতে হবে।”

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
চার নারী, হাতে তরবারি, মধুমিতা-রাজনন্দিনীর 'নজরবন্দি' ঋতুপর্ণা! ঘোষণা দেবারতির
Open in App
হোম
খবর
ফটো
লোকাল