জন্মাষ্টমী (Janmashtami 2021) উপলক্ষে দর্শনা বেছে নিয়েছেন লতা মঙ্গশকেরর কণ্ঠে ‘না বোলে না বোলে রে’ গানটি ৷ ১৯৫৫ সালে মুক্তি পাওয়া ছবি ‘আজাদ’-এ এই গান প্লেব্যাক করেছিলেন লতা মঙ্গেশকর ৷ ছবির নায়ক নায়িকা ছিলেন দিলীপ কুমার ও মীনাকুমারী ৷ এর আগে বাইশে শ্রাবণ দর্শনা নেচেছিলেন ‘দিন রজনী আমার মন মানে না’ গানের সঙ্গে ৷ সে বার অবশ্য নাচের পোশাকের জন্য তাঁর উদ্দেশে এসেছিল কটূক্তি ও অশালীন মন্তব্যও ৷
advertisement
টলিউড নায়িকা দর্শনা ইতিমধ্যেই দক্ষিণী ছবির ইন্ডাস্ট্রিতে উল্লেখযোগ্য নাম ৷ তামিল, তেলুগু মিলিয়ে কিছু ছবিতে অভিনয় করেছেন তিনি ৷ এ বার এসেছে বড় সুযোগ ৷
সংবাদমাধ্যমে প্রকাশিত, নাগার্জুনের বিপরীতে ফ্যান্টাসি কমেডি ‘বাঙারাজু’-তে অভিনয় করেছেন তিনি ৷ হায়দরাবাদে এক প্রস্থ শ্যুটিং করেও ফেলেছেন৷ ছবিতে দর্শনা অভিযোগ করেছেন স্বর্গের অপ্সরা ঊর্বশীর ভূমিকায় ৷
টলিউডে দর্শনা অভিনীত ছবিগুলির মধ্যে অন্যতম হল ‘আসছে আবার শবর’, ‘ব্যোমকেশ’ এবং ‘মুখোমুখি’ ৷ দর্শনাকে দেখা গিয়েছে ওয়েবসিরিজেও ৷ সম্প্রতি তিনি অভিনয় করেছেন বাংলাদেশের ছবি ‘অপারেশন সুন্দরবন’-এও ৷ পর্দার পাশাপাশি তিনি জনপ্রিয় সোশ্যাল মিডিয়াতেও ৷ তবে মাঝে মাঝেই ট্রোলিংয়ের শিকার হন তিনি ৷ পোশাক নিয়ে অশ্লীল মন্তব্য একাধিক বার উড়ে এসেছে তাঁর দিকে ৷ ট্রোলিং থেকে রেহাই পাননি জন্মদিনের পোস্টেও ৷ কিছু দিন আগেও একটি রিল ভিডিয়োর নীচে মন্তব্যবাক্সে কোনও কোনও নেটিজেন কদর্য ইঙ্গিত করেন ৷ তবে ট্রোলিং উপেক্ষা করে চরৈবেতি মন্ত্রেই বিশ্বাসী দর্শনা বণিক ৷