TRENDING:

বিমানে শ্লীলতাহানি ‘দঙ্গল’ অভিনেত্রী জায়রার !

Last Updated:

বিমানে অভিনেত্রী জায়ারা ওয়াসিমের ‘শ্লীলতাহানি’ ৷ বিমানকর্মীদের তলব ভিসতারা এয়ারলাইন্সের ৷ অভিযুক্ত যাত্রীকে শনাক্ত করেছে বিমান সংস্থা ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: বিমানে অভিনেত্রী জায়ারা ওয়াসিমের ‘শ্লীলতাহানি’ ৷ বিমানকর্মীদের তলব ভিসতারা এয়ারলাইন্সের ৷ অভিযুক্ত যাত্রীকে শনাক্ত করেছে বিমান সংস্থা ৷ অভিযুক্ত বিমানের মধ্যে চলাফেরা করছিলেন ৷ কোনও বিমানকর্মী হাঁটাহাঁটি করেননি ৷ বিমান মাঝ আকাশে থাকাকালীন ঘটনা জানাননি জায়রা ৷ মুম্বইতে পৌঁছে বিমানকর্মীরা ঘটনা জানতে পারেন ৷ ঘটনায় লিখিত অভিযোগ জানাতে বলা হয় ৷ অভিনেত্রী ও তাঁর মা অভিযোগ দায়ের করেননি ৷ তাঁরা লিখিত অভিযোগ দায়ের করতে অস্বীকার করেন বিজ্ঞপ্তিতে জানাল ভিসতারা এয়ারলাইন্স ৷
advertisement

শনিবার রাতে ভিস্তারার বিমানে দিল্লি থেকে মুম্বই যাচ্ছিলেন জায়রা ওয়াসিম। জায়রার অভিযোগ, বিমানে তাঁর সঙ্গে অশালীন ব্যবহার করা হয়। অভ্যব আচরণ করেন বিমানের এক যাত্রী ৷ এমনকী, ঘটনার কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন তিনি। বিমানে জায়রা ঘুমিয়ে পড়েছিলেন। সে সময় ওই ব্যক্তি তাঁর গলা চেপে ধরে খারাপ উদ্দেশ্যে তাঁর শরীরে হাত দেওয়ার চেষ্টা করেন। জায়রা জানান, ওই ব্যক্তির ছবি তুলে রাখার চেষ্টা করেন তিনি। কিন্তু বিমানের অল্প আলোয় তা সম্ভব হয়নি।

advertisement

ইনস্টাগ্রামে গোটা ঘটনা শেয়ার করেন জায়রা । ইনস্টাগ্রামে তিনি লেখেন, ‘এটা হতে পারে না। ভয়ঙ্কর। কেউ আমাকে সাহায্য করেননি।’ তাঁর প্রশ্ন, ‘এ ভাবে আপনারা মহিলাদের সুরক্ষা দেন?’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
আলোর উৎসবে শক্তির আরাধনা! দীপান্বিতা অমাবস্যায় জগন্নাথ-বড়মা মিলেমিশে একাকার
আরও দেখুন

Somebody misbehaved with her in the flight

বাংলা খবর/ খবর/বিনোদন/
বিমানে শ্লীলতাহানি ‘দঙ্গল’ অভিনেত্রী জায়রার !