মধ্যপ্রদেশের বিদিশার বাসিন্দা সঞ্জীব পেশায় অধ্যাপক। গোয়ালিয়রে একটি বিয়েবাড়িতে সস্ত্রীক গিয়েছিলেন। বিয়েবাড়িতে অভিনেতা গোবিন্দার স্টাইলে তাঁর নাচই ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। নাচের ক্ষেত্রে গোবিন্দ তাঁর আদর্শ বলেও মন্তব্য করেন সঞ্জীব।
সঞ্জীব শ্রীবাস্তবের সেই ট্যুইট
সেই নাচের ভিডিও ভাইরাল হয়ে পড়তেই বড্ড ব্যস্ত হয়ে পড়েছেন সঞ্জীব ৷ তাঁর বাড়িতে মিডিয়ার ভিড় ৷ একের পর এক সাক্ষাৎকার দিয়ে চলেছেন তিনি ৷ বিরাম নেই ফোনেরও ৷ একের পর এক ফোন কল এসেই চলেছে ৷ একই সঙ্গে তিনি বিগত কয়েকদিন ধরে বলিউডে তাবড় অভিনেতারদের সঙ্গে দেখা করতেই ব্যস্ত ৷ এবার তিনি দেখা করলেন বলি সুপারস্টার সলমন খানের সঙ্গে ৷ এবার ‘দশ কা দম’-এর সেটে হাজির হয়ে সলমনের সঙ্গে সপরিবারে দেখা করলেন সঞ্জীব শ্রীবাস্তব ৷ সঞ্জীবের সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী অঞ্জলি এবং দুই পুত্র। সল্লুভাইয়ের সঙ্গে ছবিও তোলেন তিনি ৷ আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন এই অধ্যাপক ৷