TRENDING:

দাদাসাহেব ফালকে সম্মান পাচ্ছেন কিংবদন্তি অভিনেত্রী আশা পারেখ

Last Updated:

নিজের গোটা জীবন শুধু কাজের জন্যই উৎসর্গ করেছিলেন যেন। সংসারও পাতেননি তিনি। বিয়ে না করার জন্য নানা সময়ে নানা প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে তাঁকে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: ৭৯ বছরের 'উও হাসিনা জুলফোওয়ালি'র মুকুটে নয়া পালক। ২০২০ সালের দাদাসাহেব ফালকে পুরস্কারে সম্মানিত হবেন বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী আশা পারেখ। ঘোষণা করা হল মঙ্গলবার বেলায়। ৩০ সেপ্টেম্বর এই পুরস্কার ভারত সরকার পদ্মশ্রী প্রাপ্ত অভিনেত্রীর হাতে।
advertisement

'কাটি পতঙ্গ', 'দিল দেকে দেখো', 'তিসরি মঞ্জিল'-এ পর্দায় ম্যাজিক তৈরি করেছেন সেই আশা। ১৯৬০-'৭০ দশকে তিনিই ছিলেন হার্টথ্রব।

অনেক ছোট থেকে অভিনয় শুরু করেছিলেন আশা। শিশুশিল্পী হিসেবে দেখা গিয়েছিল 'মা'  (১৯৫২) এবং 'বাপ বেটি' (১৯৫৪) ছবিতে। তখন তিনি বেবি আশা পারেখ নামে জনপ্রিয় ছিলেন। যৌবন পেরিয়ে প্রথম যে ছবিতে তিনি কাজ করেন, তা হল 'দিল দেকে দেখো'।

advertisement

সেই থেকে আর ফিরে তাকাতে হয়নি আশাকে। একের পর এক হিট ছবি রয়েছে তাঁর ঝুলিতে।

আরও পড়ুন: শাড়িতে শিহরণ, 'বাহুবলী' খ্যাত তমান্নার জাদুতে বুঁদ নেটদুনিয়া,দেখুন সুন্দরীর ভাইরাল সব ছবি

কিন্তু আশার পরিচয় কেবল অভিনেত্রী নয়। ১৯৯৫ সালে 'আন্দোলন'-এ অভিনয় করার পর তিনি এই পেশা ছেড়ে দেন। '৭০-এর সুন্দরী ক্যামেরার সামনে থেকে পিছনে চলে আসেন।

advertisement

গুজরাতি ধারাবাহিক 'জ্যোতি' টেলিভিশন ধারাবাহিকের নির্দেশনা দিয়েছেন আশা। এ ছাড়া নিজের প্রোডাকশন হাউস থেকে একাধিক ধারাবাহিক প্রযোজনা করেছেন।

আরও পড়ুন: সেরা ১৫-এ ৭ বাঙালি! Indian Idol-র মঞ্চে বাংলার জয়জয়কার

নিজের গোটা জীবন শুধু কাজের জন্যই উৎসর্গ করেছিলেন যেন। সংসারও পাতেননি তিনি। বিয়ে না করার জন্য নানা সময়ে নানা প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে তাঁকে। কিছু দিন আগে তিনি এই প্রসঙ্গে বলেন, ''বিয়ে করা আমার ভাগ্যে লেখা ছিল না বলেই হয়নি। বিয়ের ইচ্ছা ছিল আমার। সন্তানও চেয়েছিলাম।কিন্তু কপাললিখন কে টলাতে পারে? বিয়ে না হওয়াই লেখা ছিল আমার কপালে। যদিও তার জন্য কোনও আফশোস নেই আমার।''

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

২০১৯ সালে রজনীকান্তকে দাদাসাহেব ফালকে দেওয়া হয়। এ বার ২০২০ সালের নিরিখে সেই সম্মানে সম্মানিত হলেন আশা।

বাংলা খবর/ খবর/বিনোদন/
দাদাসাহেব ফালকে সম্মান পাচ্ছেন কিংবদন্তি অভিনেত্রী আশা পারেখ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল