পাঁচ নায়িকার জীবন পাঁচ রকম ৷ মিমি চক্রবর্তী স্বাধীনচেতা, পেশায় ফোটোগ্রাফার ৷ জয়া এহসান উচ্চপদস্থ বেসরকারী কর্মী ৷ মেয়েকে হারিয়ে অবসাদগ্রস্থ তিনি ৷ নুসরত উঠতি অভিনেত্রী ৷ অনেক কুপ্রস্তাবের সামনে দাঁড়াতে হয় তাঁকে ৷ অন্যদিকে, প্রিয়াঙ্কা সরকার সিঙ্গল মাদার ৷ চার মাস মেয়ের স্কুলের বেতন দিতে না পারার কষ্টটা তাঁকে কুড়েকুড়ে খায় ৷ আর সোহিনী মধ্যবিত্ত পরিবারের ছাপোষা গৃহিনী ৷
advertisement
আরও পড়ুন: বিরশার আগামী ছবি 'ক্রিসক্রস'-এ কে আছেন আর কে নেই?
সন্তান না হওয়ায় গঞ্জনা শুনতে হয় তাঁকে ৷ ছেঁকে ধরে লোলুপ দৃষ্টিরা ৷ এই নিয়েই এগিয়ে চলবে ‘ক্রিসক্রস’-এর গল্প ৷ শেষ পর্যন্ত হয়তো কোথাও একটা এসে পাঁচটি নদী মিশবে একই খাতে ৷ বা হয়তো মিলবে না ৷ যে যার মতো কলকলিয়ে বয়ে যাবে ৷ অবশ্য সে খবর জানতে গেলে অবশ্যই ১০ অগস্ট যেতে হবে সিনেমা হলে ৷ ছবিতে অভিনয় করেছেন, গৌরব চক্রবর্তী, অর্জুন চক্রবর্তী, ঋদ্ধিমা, মিঠু চক্রবর্তীর মতো অভিনেতা-অভিনেত্রীরাও ৷
দেখুন ভিডিও: