এক ৩২ বছর বয়সী ব্যবসায়ী ফণীন্দ্র শর্মার পেশ করা আবেদনের ভিত্তিতে হায়দরাবাদের মিয়াপুর থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছে।
হাতে আসা তথ্য অনুযায়ী, ওই এফআইআর-এ প্রণীতা সুভাষ, অনন্যা নাগাল্লা, সিরি হনুমন্ত, শ্রীমুখী এবং বর্ষিনী সৌন্দেরাজনের নামও রয়েছে। অভিযোগকারীর অভিযোগ, এলাকার যুবক-যুবতীদের সঙ্গে গত ১৬ মার্চ তাঁর কথা হচ্ছিল। আর সেই আলাপচারিতা উঠে এসেছিল যে, জুয়া খেলার অ্যাপে টাকা বিনিয়োগ করার জন্য উৎসাহ দেওয়া হচ্ছিল বহু ছেলেমেয়েকেই। আর সোশ্যাল মিডিয়ার ব্যক্তিত্বদের দিয়ে এর বিজ্ঞাপন করানো হচ্ছে।
advertisement
অভিযোগকারী আরও বলেন যে, এই একাধিক বেটিং প্ল্যাটফর্মের প্রচার করার জন্য তারকারা প্রচুর পরিমাণ অর্থ পারিশ্রমিক হিসেবে নিচ্ছিলেন। যার জেরে নিজেদের কঠোর পরিশ্রম করে রোজগার করা অর্থ সেই বেটিং অ্যাপে লাগাচ্ছেন তরুণ-তরুণীরা। অভিযোগে ফণীন্দ্র শর্মা আরও জানান যে, তিনিও এর মধ্যে একটি প্ল্যাটফর্মে আর একটু হলেই বিনিয়োগ করে ফেলতেন। কিন্তু পরিবার সাবধান করায় তিনি আর সেই ঝুঁকি নেননি।
অভিযোগে আরও বলা হয়েছে যে, এই ধরনের অ্যাপ এবং প্ল্যাটফর্মের কারণে আর্থিক ক্ষতি হচ্ছে। বিশেষ করে নিম্ন এবং মধ্যবিত্ত পরিবারগুলি এর জেরে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সহজে টাকা আয়ের মিথ্যা প্রতিশ্রুতির প্রলোভন দেখানো হচ্ছিল তাঁদের। আর এই অভিযোগের ভিত্তিতে অভিনেতা-অভিনেত্রী এবং ইনফ্লুয়েন্সারের বিরুদ্ধে টিএস গেমিং আইন এবং তথ্যপ্রযুক্তি আইনের একাধিক ধারার আওতায় মামলা দায়ের করা হয়েছে। এফআইআর-এ অবৈধ বেটিং সংক্রান্ত কার্যকলাপের প্রচারের বিষয়েও এফআইআর করা হয়েছে। তেলুগু সিনে ইন্ডাস্ট্রির প্রথম সারির তারকাদের বিরুদ্ধে মামলা দায়ের হওয়ার জেরে রীতিমতো ঝড় উঠেছে। আর দক্ষিণী সুপারস্টার অল্লু অর্জুনকে তেলঙ্গানা পুলিশ গ্রেফতার করার পর এই ঘটনাটি ঘটল।
প্রসঙ্গত ডিসেম্বরে ‘পুষ্পা ২: দ্য রুল’ ছবির প্রিমিয়ার হয়েছিল হায়দরাবাদের একটি সিনেমা হলে। তাতে যোগ দিতে গিয়ে এক মহিলার মৃত্যু হয়েছিল। যার জেরে অভিনেতা অল্লু অর্জুনকে গ্রেফতার করা হয়েছিল। আসলে প্রিমিয়ারে অল্লু অর্জুন চলে আসায় হুড়োহুড়ি পড়ে গিয়েছিল ভক্তদের মধ্যে। যার জেরে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছিল ওই মহিলা ভক্তের।