সৃজিত বরাবরই হাস্যরস সমৃদ্ধ! নিজের করোনা আক্রান্ত হওয়া নিয়েও তিনি দিব্য বিন্দাস! যখন একদিকে একের পর এক বাংলা তারকার করোনা পজিটিভ হওয়ার খবর সামনে আসছে, তখনই সাতসকালে নেটমাধ্যমে মিলল সৃজিতের 'ভয়ঙ্কর' পোস্ট! পরিচালকের সোশ্যাল ওয়ালে তাঁর ছবি দিয়ে বড় বড় করে লেখা 'চলে গেলেন সৃজিত মুখোপাধ্যায়'। ঠিক তাঁর আগের দিনই 'বাইশে শ্রাবণ' পরিচালক ট্যুইট করেছিলেন, তিনি করোনা আক্রান্ত! স্বাভাবিক ভাবেই তার পরের দিন আচমকা এহেন পোস্টে পিলে চমকানোরই কথা! হলও তেমনটা! যখন সৃজিত অনুরাগীরা কাঁদতে বসবেন প্রায়, তখনই চোখে পড়ল, ছবির নীচে ছোট ছোট করে লেখা 'আইসোলেশনে'! অর্থাৎ পুরোটা একসঙ্গে পড়লে দাঁড়ায়, 'চলে গেলেন সৃজিত মুখোপাধ্যায় আইসোলেশনে'। সৃজিতের মিম এককথায় ভাইরাল! পরিচালকের হাস্যরস ও রসিক মনোভাবের তারিফ করেছে নেটিজেনরা!
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 06, 2022 6:30 PM IST