TRENDING:

Coolie FIRST Review Out: শুরু থেকে শেষ পর্যন্ত যেন উত্তাল সুনামি, সঙ্গে রয়েছে রজনীকান্তের ম্যাজিক ! প্রকাশ্যে এল ‘কুলি’-র প্রথম রিভিউ

Last Updated:

আর সবথেকে বড় কথা হল, মারকাটারি অ্যাকশন থেকে শুরু করে হাই-ভোল্টেজ ড্রামার পাশাপাশি সুপারস্টার রজনীকান্তের পারফরম্যান্সের ম্যাজিকে মুগ্ধ হয়েছেন ভক্তরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: মুক্তির আগেই ব্যাপক হইচই শুরু হয়েছিল লোকেশ কনাগারাজের ‘কুলি’ ছবিকে কেন্দ্র করে। সোশ্যাল মিডিয়া তো পুরো উত্তাল। এক্স প্ল্যাটফর্মে সক্কাল সক্কাল জমেছে দর্শকের রিভিউ। অনেকেই বলছেন যে, “প্রথম থেকে শেষ পর্যন্ত এই ছবিটি যেন একটা সুনামি!” আর সবথেকে বড় কথা হল, মারকাটারি অ্যাকশন থেকে শুরু করে হাই-ভোল্টেজ ড্রামার পাশাপাশি সুপারস্টার রজনীকান্তের পারফরম্যান্সের ম্যাজিকে মুগ্ধ হয়েছেন ভক্তরা। শুধু তা-ই নয়, অনিরুদ্ধের দারুণ ব্যাকগ্রাউন্ট স্কোর, সিটি বাজানোর মতো মুহূর্ত – সব মিলিয়ে এই ছবি কোনও উৎসবের থেকে কম কিছু নয়।
রজনীকান্তের ছবি কুলি কেমন হল ?
রজনীকান্তের ছবি কুলি কেমন হল ?
advertisement

এই ছবির অন্যতম প্রধান আকর্ষণ হল এর দুর্ধর্ষ কাস্ট। মুখ্য ভূমিকায় রয়েছেন রজনীকান্ত। আবার দাহা হিসেবে বিশেষ অ্যাপিয়ারেন্স রয়েছে বলিউডের সুপারস্টার আমির খানের। সেই সঙ্গে রয়েছেন নাগার্জুন, শ্রুতি হাসান, উপেন্দ্র, সত্যরাজ এবং সৌবিন শাহিরের মতো অভিনেতা-অভিনেত্রীরা। এছাড়া কনাগারাজের সিগনেচার ফিল্মমেকিং স্টাইল তো রয়েছেই। প্রত্যেকটি মুহূর্ত যেন দর্শকদের মনে স্থান করে নেবে। এর পাশাপাশি থালাইভরের ট্রেডমার্ক স্যোয়াগ তো রয়েছেই!

advertisement

আরও পড়ুন– সৌন্দর্যের প্রতিযোগিতায় জয়ের মুকুট উঠেছিল এই তিন অভিনেত্রীর মাথায়, এরপর একসঙ্গেই পা রেখেছিলেন বলিউডে, প্রত্যেকের ব্যক্তিগত জীবনেই ঝড় তুলেছিল বিতর্ক !

বক্স অফিসের হইচই এবং রেকর্ড-ব্রেকিং প্রি-সেল: এদিকে একই দিনে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘ওয়ার ২’ ছবিও। তবে ‘কুলি’ ছবি কিন্তু চমক দিতে চলেছে। রজনীকান্তের মাল্টি-স্টারার ছবি ইতিমধ্যেই ওপেনিং উইকেন্ডে প্রি-সেলের নিরিখে ১০০ কোটি টাকার রেকর্ড ভেঙে ফেলেছে। প্রথম দিনেই শুধুমাত্র বিক্রি হয়েছে ১২ লক্ষেরও বেশি টিকিট। ট্রেড বিশেষজ্ঞদের ভবিষ্যদ্বাণী, ওপেনিং ডে-তে ৫০ কোটি টাকার সীমা ছাপিয়ে যাবে। স্বাধীনতা দিবসের সপ্তাহান্তে লম্বা ছুটি রয়েছে। প্রাথমিক ভাবে সারা বিশ্বে ২০০ কোটি টাকার আয় ছাপিয়ে যাবে।

advertisement

ফিল্ম ট্রেড অ্যানালিন্ট রমেশ বালা বলেন যে, ‘কুলি’ হল মাল্টিস্টারার ছবি। আর বেশিরভাগ তারকাই দক্ষিণী রাজ্যের। সারা দেশে জনপ্রিয় রজনীকান্ত, আবার হিন্দি বলয়ে বিখ্যাত আমির খান। অন্যদিকে লোকেশ কনাগারাজ-অনিরুদ্ধ রবিচন্দর দুর্দান্ত জুটি। ফলে আলাদা করে বলে দিতে হয় না কুলি ছবির তারকাদের কথা। ফলে পাঁচ জন তারকার জন্য পাঁচ গুণ বেশি ভক্ত ছুটে যাবেন প্রেক্ষাগৃহে।

advertisement

আরও পড়ুন– দেব আনন্দের সঙ্গে ‘লিভ টুগেদার’ করতেন বলে দাবি করেছিলেন পাকিস্তানি অভিনেত্রী অনিতা আয়ুব ! নিজেদের সম্পর্ক নিয়ে অকপটে যা বলেছিলেন নায়িকা…

থালাইভরের ম্যাজিক উদযাপন: ছবিটি সদ্যই মুক্তি পেয়েছে। এখনও সমালোচকদের রিভিউ এসে পৌঁছয়নি। ভক্তদের তৈরি ভিডিও, মিম এবং বারবার দেখার জন্য অনুরোধ – এই সমস্ত কিছু নিয়েই ব্যাপক হইচই হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। একজন ভক্ত পোস্ট করে জানিয়েছেন যে, “শুরু থেকে শেষ পর্যন্ত যেন এটি একটি মাস সুনামি! ইলেকট্রিফাইং স্ক্রিনপ্লে, আগে কখনও দেখা যায়নি, এমন অবতারে থালাইভর, অনিরুদ্ধের বিজিএম = গায়ে কাঁটা দেওয়া মুহূর্ত।” অন্য একজন লিখেছেন যে, “প্রি-ইন্টারভ্যালের ২০ মিনিট এবং গোটা সেকেন্ড হাফ জুড়ে বিস্ট মোডে যেন ধরা দিয়েছেন পরিচালক লোকি।”

ইন্ডাস্ট্রির বিশেষজ্ঞদের বিশ্বাস, সাম্প্রতিক কয়েক বছরে রজনীকান্তের সবথেকে বড় ওপেনার হতে চলেছে ‘কুলি’। উৎসবের মুহূর্ত এবং দক্ষিণ-উত্তরের ব্যাপক অ্যাপিল এই ছবির সহায় হতে চলেছে। আপাতত ‘কুলি’ জ্বরে আক্রান্ত ভক্তরা। তার প্রতিফলনও দেখা যাচ্ছে। প্রেক্ষাগৃহ এই ছবির জন্য কানায় কানায় পূর্ণ। ফলে বলাই বাহুল্য যে, রেকর্ড বুকে প্রবেশ করার জন্য সপ্তাহান্তে বক্স অফিসের হাড্ডাহাড্ডি লড়াই রীতিমতো জমে উঠতে চলেছে।

বাংলা খবর/ খবর/বিনোদন/
Coolie FIRST Review Out: শুরু থেকে শেষ পর্যন্ত যেন উত্তাল সুনামি, সঙ্গে রয়েছে রজনীকান্তের ম্যাজিক ! প্রকাশ্যে এল ‘কুলি’-র প্রথম রিভিউ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল