TRENDING:

Allu Arjun: চরম বিপাকে অল্লু অর্জুন! 'পুষ্পা ২' মুক্তির আগেই পুলিশে দায়ের হল অভিযোগ, কী করলেন সুপারস্টার?

Last Updated:

Allu Arjun: 'পুষ্পা ২' ছবি মুক্তির আগেই চরম বিপাকে পড়লেন দক্ষিণী অভিনেতা৷ সুপারস্টার অল্লু অর্জুনের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের হয়েছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: শুরু হয়ে গিয়েছে কাউন্টডাউন৷ আগামী বৃহস্পতিবারই মুক্তি পাবে সুপারস্টার অল্লুর ছবি ‘পুষ্পা ২’৷ ‘পুষ্পা’ পর ইতিমধ্যেই এই ছবি নিয়ে দর্শকদের উত্তেজনা তুঙ্গে৷ এবার ছবি মুক্তির আগেই চরম বিপাকে পড়লেন দক্ষিণী অভিনেতা৷ সুপারস্টার অল্লু অর্জুনের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের হয়েছে৷
মিডিয়ায় প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, ‘পুষ্প ২ দ্য রুল’-এর জন‍্য অল্লু অর্জুন নাকি ৩০০ কোটি টাকা নিয়েছেন অল্লু অর্জুন। যার কারণে তিনি বর্তমানে ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতা।
মিডিয়ায় প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, ‘পুষ্প ২ দ্য রুল’-এর জন‍্য অল্লু অর্জুন নাকি ৩০০ কোটি টাকা নিয়েছেন অল্লু অর্জুন। যার কারণে তিনি বর্তমানে ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতা।
advertisement

কী এমন করলেন অভিনেতা? তা নিয়ে উঠছে প্রশ্ন? সম্প্রতি মুম্বইয়ে ছবির প্রচারে গিয়ে অল্লু তাঁর ভক্তদের উদ্দেশ্যে বলেন, আমার কোনও অনুরাগী নেই৷ আমার একটা সেনা আছে৷ আমি আমার অনুরাগীদের ভালবাসি৷ তাঁরা আমার পরিবারেরই মতো৷ তাঁরা ঠিক আর্মি সেনার মতো আমার পাশে ঢাল হয়ে দাঁড়িয়ে থাকেন৷ এই মন্তব্যকে কেন্দ্র করেই অভিনেতাকে নিয়ে সমস্যা শুরু হয়েছে৷

advertisement

আরও পড়ুন-ভয়ঙ্কর শক্তি বাড়ছে সূর্যের…! রাজকীয় চালে কাঁপবে বিশ্ব ব্রহ্মাণ্ড, টাকার গদিতে ৬ রাশি! টাকা-পয়সা-সাফল্য পায়ে চুমু খাবে

জানা গিয়েছে, অল্লু অনুরাগীদের দেশের আর্মিদের সঙ্গে তুলনা টানতেই বিতর্কের সূত্রপাত৷ হায়দরাবাদের এক ব্যক্তি জহর নগর থানায় অভিযোগ দায়ের করেছেন৷ এবং তাঁর অনুরাগীদের আর্মি সম্বোধন করতে নিষেধ করে দিয়েছেন৷ তিনি বলেছেন, সেনারা আমাদের দেশকে সম্মান করেন৷ তাই আপনি আপনার অনুরাগীদের কোনওভাবেই এই নামে ডাকতে পারেন না৷ এটি ছাড়াও অনেক কিছু বিশেষণ রয়েছে, যা আপনি বলতে পারেন৷ পুরো ঘটনা নিয়ে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে৷

advertisement

আরও পড়ুন-সর্বনাশ! সব মুছে ফেললেন ঐশ্বর্য…! কফিনে শেষ পেরেকটাও পুতে দিলেন নিজেই, জানাজানি হতেই শোরগোল…, আসল কারণ জানলে রাতের ঘুম উড়বে

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর রাতে পুড়ে ছাই হয়ে গেল বাড়ি! বিধ্বংসী অগ্নিকাণ্ডে ২ পরিবারের সর্বনাশ
আরও দেখুন

শনিবার থেকেই অগ্রিম টিকিটও বিক্রি শুরু হয়ে গেছে অল্লুর ‘পুষ্পা ২’ ছবির৷ তবে অভিযোগ দায়ের পর থেকে এখনও পর্যন্ত অল্লুর দিক থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷ তবে আগামী দিনে কী করেন অভিনেতা, এখন সেটাই দেখার৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Allu Arjun: চরম বিপাকে অল্লু অর্জুন! 'পুষ্পা ২' মুক্তির আগেই পুলিশে দায়ের হল অভিযোগ, কী করলেন সুপারস্টার?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল