কী এমন করলেন অভিনেতা? তা নিয়ে উঠছে প্রশ্ন? সম্প্রতি মুম্বইয়ে ছবির প্রচারে গিয়ে অল্লু তাঁর ভক্তদের উদ্দেশ্যে বলেন, আমার কোনও অনুরাগী নেই৷ আমার একটা সেনা আছে৷ আমি আমার অনুরাগীদের ভালবাসি৷ তাঁরা আমার পরিবারেরই মতো৷ তাঁরা ঠিক আর্মি সেনার মতো আমার পাশে ঢাল হয়ে দাঁড়িয়ে থাকেন৷ এই মন্তব্যকে কেন্দ্র করেই অভিনেতাকে নিয়ে সমস্যা শুরু হয়েছে৷
advertisement
জানা গিয়েছে, অল্লু অনুরাগীদের দেশের আর্মিদের সঙ্গে তুলনা টানতেই বিতর্কের সূত্রপাত৷ হায়দরাবাদের এক ব্যক্তি জহর নগর থানায় অভিযোগ দায়ের করেছেন৷ এবং তাঁর অনুরাগীদের আর্মি সম্বোধন করতে নিষেধ করে দিয়েছেন৷ তিনি বলেছেন, সেনারা আমাদের দেশকে সম্মান করেন৷ তাই আপনি আপনার অনুরাগীদের কোনওভাবেই এই নামে ডাকতে পারেন না৷ এটি ছাড়াও অনেক কিছু বিশেষণ রয়েছে, যা আপনি বলতে পারেন৷ পুরো ঘটনা নিয়ে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে৷
শনিবার থেকেই অগ্রিম টিকিটও বিক্রি শুরু হয়ে গেছে অল্লুর ‘পুষ্পা ২’ ছবির৷ তবে অভিযোগ দায়ের পর থেকে এখনও পর্যন্ত অল্লুর দিক থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷ তবে আগামী দিনে কী করেন অভিনেতা, এখন সেটাই দেখার৷