সূত্রের খবর, জিমে গিয়ে ট্রেডমিলে হাঁটতে হাঁটতে হঠাৎই বুকে যন্ত্রণা অনুভব করেন কমেডিয়ান এবং উত্তর প্রদেশের ফিল্ম বোর্ডের চেয়ারম্যান রাজু। অসুস্থতার কথা তিনি জিম প্রশিক্ষককে নিজে থেকেই জানান। কিন্তু পর মুহূর্তেই লুটিয়ে পড়েন মাটিতে।
আরও পড়ুন: পর্যাপ্ত হল পায়নি 'ভটভটি', বাংলা ছবিকে হারিয়ে দিচ্ছে ক্ষমতার জোরে, অভিযোগ তথাগতর
advertisement
সঙ্গে সঙ্গেই তাঁকে নিয়ে হাসপতালের দিকে ছোটেন প্রশিক্ষক। ভর্তি করানো হয় এইমস-এ। দু'বার তাঁকে সিপিআর দেওয়া হয়।
এইমস সূত্রে জানা যায়, চিকিৎসক নীতীশ ন্যায়ের তত্ত্বাবধানে আছেন তিনি।কমেডিয়ানের জন্য চিকিৎসকদের বিশেষ দলও গঠিত হয়েছে।
আরও পড়ুন: জ্বরে পুড়ছে শরীর, শ্বেত রক্তকণিকা কম! এই শরীর নিয়েও ছবির সেটে পরিশ্রম কঙ্গনার
রাজুর ভাই আশিষ শ্রীবাস্তব জানান, রাজনৈতিক নেতাদের সঙ্গে দেখা করতে মুম্বই থেকে দিল্লি গিয়েছিলেন রাজু। বুধবার সকালে একটি জিমে গিয়েছিলেন তিনি। একই দিনে খানিক বাদে আরও একটি জিমে যান তিনি। ওখানেই অসুস্থ হয়ে পড়েন কমেডিয়ান। তবে হাসপাতালে নিয়ে যাওয়ার ৫ মিনিটের মধ্যেই তিনি সুস্থ হয়ে গিয়েছেন। আপাতত রাজু স্থিতিশীল এবং বিপদদ মুক্ত বলে জানিয়েছেন রাজুর ভাই। পরিবারের সঙ্গে তাঁকে দেখাও করতে দেওয়া হয়েছে।