তব কেউ কেউ হয়তো রাণুর এই সাফল্যে একটুও খুশি নন৷ আর তাই তো রাণুকে নকল করে ইন্টারনেট জুড়ে শুরু হয়েছে খিল্লি ৷ ট্যুইটারে, ফেসবুকে ইনস্টাগ্রামে রাণুকে নকল করে তৈরি হচ্ছে মিম ৷
কিছুদিন আগে ওড়িশার এক অভিনেতা রাণুকে নকল করে বিতর্কের ঝড় তোলেন ৷ এমনকী, অভিনেতার নামে এফআইআরও করা হয় ৷ তবে অভিনেতা অবশ্য ক্ষমা চেয়েছেন পুরো ব্যাপারটি নিয়ে ৷
advertisement
তবে ওড়িশার অভিনেতার পর এবার বিতর্কের মুখে পড়লেন আরেক অভিনেতা জিমি মোজেস ৷ জনপ্রিয় এই অভিনেতা একেবারে সেজে উঠলেন রাণু মণ্ডলের মতো৷ গেয়ে উঠলেন রাণু-র গাওয়া সেই গান, যা দিয়ে ভাইরাল হয়েছিলেন রাণু ৷ নিজের ফেসবুকে গোটা ভিডিও আপলোড করেছেন অভিনেতা নিজেই ৷ সোশ্যাল নেটওয়ার্কে নানা পেজে এখন অভিনেতা মোজেসের নাম রাখা হয়েছে রানা দা !
তবে কমেডিয়ানের এই ভিডিও নিয়েও বিতর্ক তুঙ্গে ৷ অনেকেই একে মোটা দাগের রসিকতা বলে গণ্য করছেন৷