চলতি বছর গত ৩ এপ্রিল মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন ভারতী সিং। প্রায় তিন মাস পরে ছেলের মুখ প্রকাশ্যে আনেন তিনি। এখন মাঝে মধ্যেই তাঁর ইনস্টাগ্রামে ছেলের ছবি দেখতে পাওয়া যায়। ছেলের ফোটোশ্যুটও করেন তাঁরা।
আরও পড়ুন: ‘কার মতো দেখতে হল বলুন তো?’ প্রথম বার ছেলের মুখ দেখিয়ে অনুরাগীদের কাছে প্রশ্ন ভারতীর
advertisement
সে রকমই একটি ছবি দেখে রেগে গিয়েছেন ভক্তরা। যেখানে ছেলেকে সাজানো হয়েছে আরব দেসের মানুষের মতো। এবং তার সামনে রাখা একটি হুকো। সদ্যোজাতর মুখের সামনে হুকোর নল।
ব্যাস, ছবিটি পোস্ট হতেই ভারতীর মাতৃত্ব নিয়ে প্রশ্ন করা শুরু হয়েছে। কেউ কটাক্ষ করেছেন, 'এখন থেকেই ছেলেকে নষ্ট করে দেবেন নাকি?' কারও প্রশ্ন, 'বাকি সব ঠিক আছে, কিন্তু এখন হুকো কোন আনন্দে?'
আরও পড়ুন: ম্যাজিক! শরীরচর্চা না করেই ৯১ থেকে ৭৬, ভারতী সিং-এর ফিটনেসের গোপন রহস্য ভাইরাল
প্রসঙ্গত ২০২০ সালের শেষের মাদক মামলায় ভারতী-হর্ষকে গ্রেফতার করেছিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। অভিযোগ ছিল, ৮৬.৫ গ্রাম গাঁজা পাওয়া গিয়েছিল।