অনেক দর্শকই ছবিটি দেখতে পাননি বলে খুব তাড়াতাড়ি তাঁদের সামনে নিয়ে আসার প্রয়াস নিয়েছে প্রযোজনা সংস্থা সুরিন্দর ফিল্মস। সঙ্গ দিয়েছে কলর্স বাংলা চ্যানেল। এবার ছোটপর্দায় দেখা যাবে এই ছবি। এই ছবির স্বত্ব কিনেছে বাংলার এই চ্যানেল। সেই ঘোষণা করা হল বৃহস্পতিবার। খুব তাড়াতাড়ি ছবিটি দেখা যাবে কলর্স বাংলায়।
আরও পড়ুন: পরমব্রত-ইশা গাইবেন ‘ঘরে ফেরার গান’, শহরে মুক্তির আগেই লন্ডন স্ক্রিনিংয়ে প্রশংসা!
advertisement
আরও পড়ুন: আসছে রিঙ্গো বন্দ্যোপাধ্যায়ের ‘বারাণসী জংশন’, জিৎ-অমৃতার সঙ্গে গঙ্গাদর্শন ওটিটিতে
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, চূর্ণী গঙ্গোপাধ্যায়, অম্বরীশ ভট্টাচার্য, ইন্দ্রনীল সেনগুপ্ত, কৌশিক সেন, পূরব শীল আচার্য অভিনীত এই থ্রিলার দেখার জন্য আর অপেক্ষা করতে হবে না দর্শকদের। তাঁদের ঘরে নিয়ে আসা হচ্ছে ‘কাবেরী অন্তর্ধান’।
চ্যানেলের বিজনেস হেড সাগ্নিক ঘোষের কথায়, ‘‘আমরা, কলর্স বাংলার তরফে সবসময়ে চেষ্টা করি উচ্চমানের বিনোদন, শিল্প বাংলার দর্শকের সামনে তুলে ধরতে চেষ্টা করি। আর তাই জন্যই সুরিন্দর ফিল্মসের সঙ্গে হাত মেলানো। ‘কাবেরী অন্তর্ধান’-এর মতো একেবারে নতুন ভাল ছবি নিয়ে আসছি আমাদের চ্যানেলে।’’