TRENDING:

Kaberi Antardhan: কৌশিকের ‘কাবেরী অন্তর্ধান’ এবার ছোটপর্দায়, কোথায় কখন দেখবেন? রইল বিস্তারিত

Last Updated:

Kaberi Antardhan: অনেক দর্শকই ছবিটি দেখতে পাননি বলে খুব তাড়াতাড়ি তাঁদের সামনে নিয়ে আসার প্রয়াস নিয়েছে প্রযোজনা সংস্থা সুরিন্দর ফিল্মস। সঙ্গ দিয়েছে কলর্স বাংলা চ্যানেল। এবার ছোটপর্দায় দেখা যাবে এই ছবি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ‘কাবেরী অন্তর্ধান’। রোম্যান্টিক থ্রিলার। তাবড় তাবড় তারকাদের সমাবেশ। প্রেক্ষাপট, এমার্জেন্সির সময়কাল। উত্তরবঙ্গের বিভিন্ন অংশের মন্তাজ। এমনই একটা ছবি উপহার দিয়েছেন কৌশিক গঙ্গোপাধ্যায়। উচ্চ প্রশংসিত হয়েছে দর্শকের কাছে। কিন্তু এমনই একটি সময়ে মুক্তি পেয়েছে, যার কারণে বহু প্রেক্ষাগৃহ থেকে সরিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছিল। শাহরুখ খানের ‘পাঠান’-এর মুক্তির জন্য কলকাতার বিভিন্ন মাল্টিপ্লেক্সে শো সংখ্যা কমিয়ে দেওয়া হয়, সিঙ্গল স্ক্রিন থেকে বাংলা ছবি উঠে যায় পুরোপুরি। কেবলমাত্র ‘পাঠান’ বলে। এমনই জটিল পরিস্থিতির চাপে হয়তো সেই পরিমাণ ব্যবসা করতে পারেনি ছবিটি। তাও হাউজফুল দিয়েছে বহু শো।
কাবেরী অন্তর্ধান
কাবেরী অন্তর্ধান
advertisement

অনেক দর্শকই ছবিটি দেখতে পাননি বলে খুব তাড়াতাড়ি তাঁদের সামনে নিয়ে আসার প্রয়াস নিয়েছে প্রযোজনা সংস্থা সুরিন্দর ফিল্মস। সঙ্গ দিয়েছে কলর্স বাংলা চ্যানেল। এবার ছোটপর্দায় দেখা যাবে এই ছবি। এই ছবির স্বত্ব কিনেছে বাংলার এই চ্যানেল। সেই ঘোষণা করা হল বৃহস্পতিবার। খুব তাড়াতাড়ি ছবিটি দেখা যাবে কলর্স বাংলায়।

আরও পড়ুন: পরমব্রত-ইশা গাইবেন ‘ঘরে ফেরার গান’, শহরে মুক্তির আগেই লন্ডন স্ক্রিনিংয়ে প্রশংসা!

advertisement

আরও পড়ুন: আসছে রিঙ্গো বন্দ্যোপাধ্যায়ের ‘বারাণসী জংশন’, জিৎ-অমৃতার সঙ্গে গঙ্গাদর্শন ওটিটিতে

প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, চূর্ণী গঙ্গোপাধ্যায়, অম্বরীশ ভট্টাচার্য, ইন্দ্রনীল সেনগুপ্ত, কৌশিক সেন, পূরব শীল আচার্য অভিনীত এই থ্রিলার দেখার জন্য আর অপেক্ষা করতে হবে না দর্শকদের। তাঁদের ঘরে নিয়ে আসা হচ্ছে ‘কাবেরী অন্তর্ধান’।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
জলপাইগুড়ির ধুপগুড়িতে এবার আইআইটি বাবা, মোনালিসা! কালীপুজোয় বিরাট আয়োজন
আরও দেখুন

চ্যানেলের বিজনেস হেড সাগ্নিক ঘোষের কথায়, ‘‘আমরা, কলর্স বাংলার তরফে সবসময়ে চেষ্টা করি উচ্চমানের বিনোদন, শিল্প বাংলার দর্শকের সামনে তুলে ধরতে চেষ্টা করি। আর তাই জন্যই সুরিন্দর ফিল্মসের সঙ্গে হাত মেলানো। ‘কাবেরী অন্তর্ধান’-এর মতো একেবারে নতুন ভাল ছবি নিয়ে আসছি আমাদের চ্যানেলে।’’

বাংলা খবর/ খবর/বিনোদন/
Kaberi Antardhan: কৌশিকের ‘কাবেরী অন্তর্ধান’ এবার ছোটপর্দায়, কোথায় কখন দেখবেন? রইল বিস্তারিত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল