TRENDING:

Chhavi Mittal: শরীরে রেডিওথেরাপির চিহ্ন! তবু অদমনীয় ছবি মিত্তল

Last Updated:

Chhavi Mittal: নিজের ইনস্টাগ্রাম পোস্টে ছবি জানিয়েছেন, ক্যানসার কখনওই তাঁকে নিয়ন্ত্রণ করতে পারবে না৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: প্রথম রেডিওথেরাপি নিয়ে ফেলেছেন ছবি৷ শরীরে সেই চিহ্ন  থাকলেও, তাঁর মনের জোর কিন্তু মারাত্মক৷ নিজের ইনস্টাগ্রাম পোস্টে ছবি জানিয়েছেন, ক্যানসার কখনওই তাঁকে নিয়ন্ত্রণ করতে পারবে না৷ আর রেডিওথেরাপির কথা বলতে গিয়ে অভিনেত্রী জানিয়েছেন, ঘরটা শুধু অত্যধিক ঠান্ডা ছিল৷ এছাড়া আর তেমন কোনও কষ্ট তিনি অনুভব করেননি৷ অর্থাৎ মানসিক ভাবে তিনি কতটা শক্ত, এটাই তাঁর প্রমাণ৷
Chhavi Mittal,
Photo: Instagram
Chhavi Mittal, Photo: Instagram
advertisement

আরও পড়ুন :রাস্তার ক্রসিং জেব্রার মত দেখতে, বাঘ, সিংহ বাদ দিয়ে এই নিরীহ প্রাণীকে বাছার কারণ শুনলে চমকে যাবেন!

স্তন ক্যানসার ধরা পড়ার পর থেকে অভিনেত্রী ছবি মিত্তল তাঁর যাত্রা এবং লড়াই ভাগ করে নিচ্ছেন। তাঁর বন্ধু, অনুরাগী এবং শুভাকাঙ্ক্ষীরা তাঁকে ভালবাসা পাঠাচ্ছেন৷ অভিনেত্রীকে ক্যান্সারমুক্ত ঘোষণা করা হয়েছে। তবে ভাল হওয়ার জন্য তাঁকে রেডিওথেরাপি নিতে হবে। শুরু হয়েছে তাঁর রেডিওথেরাপি সেশন৷ বরাবরের মতো টিভি অভিনেত্রী সেই যাত্রাও ভাগ করেছেন। একটি ছোট ভিডিও শেয়ার করে  লিখেছেন, “যখন আমি স্বাভাবিক অনুভব করতে শুরু করি, তখনই একটি নতুন যাত্রা শুরু হয়। আমার রেডিওথেরাপি আজ থেকে শুরু হয়েছে৷  এর কিছু পার্শ্বপ্রতিক্রিয়া থাকবে। আমাকে আগেও জিজ্ঞাসা করা হয়েছে কেমো বা রেডিওথেরাপি আমার পছন্দ কিনা। কিন্তু মনে রাখতে হবে রেডিওথেরাপি করা হয় শারীরিক সুস্থতার জন্য৷ চিকিৎসকের লক্ষ্য আপনার জীবন বাঁচানোর দিকে, পার্শ্বপ্রতিক্রিয়া এড়ানোর দিকে নয়।"

advertisement

স্তন ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী ছবি মিত্তল। প্রায় ৬ ঘণ্টা ধরে অস্ত্রোপচারের পর তিনি ক্যানসার মুক্ত হয়েছেন। হাসপাতালের বেডে শুয়ে হাসিমুখে ছবি শেয়য়ার করেছেন তিনি। চলতি মাসের শুরুতেই ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী ছবি মিত্তল জানিয়েছিলেন তিনি ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত। এরপর নিজের শারীরিক পরিস্থিতি নিয়ে নিয়মিত আপটেড দিয়েছেন অভিনেত্রী। ক্যান্সারের মতো  রোগের সঙ্গে মোকাবিলা করার জন্য প্রচুর মানসিক শক্তির প্রয়োজন হয়৷ তবে ছবি আত্মবিশ্বাসী৷ ফিরে গিয়েছেন জিমে৷ সকলের দেখার জন্য জিম থেকে একটি আয়না সেলফিও পোস্ট করেছেন। ছবিতে তাঁর অস্ত্রোপচারের দাগ দৃশ্যমান!তাঁর ফিজিওথেরাপিস্টও তাঁর মতোই গর্বিত।

advertisement

আরও পড়ুন- পরিবার নিয়ে বাঁচতেন অভিষেক! তাঁর স্মৃতি আঁকড়েই দিন কাটছে সংযুক্তা-ডলের

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

তিনি আরও জানিয়েছেন, 'অ্যানেস্থেসিওলজিস্ট আমায় চোখ বন্ধ করে সুন্দর কিছু ভাবতে বলেছিলেন। তখন আমি আমার সুন্দর স্তনগুলোর কথা ভাবি, আর তার পরেই আমি ঘুমের দেশে। জ্ঞান ফেরার পরে দেখি, আমি ক্যান্সারমুক্ত।' তাঁর সার্জারি যে সফল হয়েছে সে কথা তিনি নিজেই জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। কিছুদিন আগেই তিনি জানিয়েছিলেন যে, কিছুতেই হার মানবেন না তিনি। বহু মেগা সিরিয়ালে নজর কেড়েছেন ছবি। '৩ বহুরানিয়া', 'ঘর কি লক্ষ্মী বেটিয়া', 'বন্দিনী', 'নাগিন', 'বিরাসত' সহ বেশ কয়েকটি ধারাবাহিক জনপ্রিয় হয়ে উঠেছে তাঁর অভিনয় দক্ষতায়।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Chhavi Mittal: শরীরে রেডিওথেরাপির চিহ্ন! তবু অদমনীয় ছবি মিত্তল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল