TRENDING:

Bengali Movie: এপ্রিলে আসছে চান্দ্রেয়ীর 'বরফি', মুক্তি পেল টিজার ও পোস্টার

Last Updated:

Bengali Movie: পরিচালক আশা করছেন নতুন বাংলা বছরে পয়লা বৈশাখের পর ছবিটি রিলিজ করবেন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: মুক্তি পেল বাংলা ছবি বরফি এর টিজার ও পোস্টার। শহরের এক মাল্টিপ্লেক্সে বরফির ফার্স্ট লুক প্রকাশ্যে আনা হল। হাজির ছিলেন পরিচালক ও ছবির কলাকুশলীরা। উপস্থিত ছিলেন অভিনেত্রী চান্দ্রেয়ী ঘোষ যিনি বরফির নাম ভূমিকায় অভিনয় করছেন। বরফি মূলত একটি পলিটিক্যাল থ্রিলার। যেখানে জীবন রাজনীতি রহস্য রোমাঞ্চল সবটাই রয়েছে। পরিচালক আশা করছেন নতুন বাংলা বছরে পয়লা বৈশাখের পর ছবিটি রিলিজ করবেন।
পরিচালক আশা করছেন নতুন বাংলা বছরে পয়লা বৈশাখের পর ছবিটি রিলিজ করবেন
পরিচালক আশা করছেন নতুন বাংলা বছরে পয়লা বৈশাখের পর ছবিটি রিলিজ করবেন
advertisement

থ্রিলার ঘরানার  এই ছবিটি  পরিচালক করেছেন সৌভিক দে। 'বরফি'। এম. এস. ফিল্মস অ্যান্ড প্রোডাকশনের ব্যানারে মীনা শেঠি মণ্ডলের প্রযোজনায় তৈরি হয়েছে। ছবিতে অভিনয় করতে দেখা যাবে কৌশিক সেন, গুলশন পাণ্ডে, অভিজিৎ গুহ, চান্দ্রেয়ী ঘোষ, কমলেশ্বর মুখোপাধ্যায়, অনামিকা সাহা, অমিত শেট্টি, পিয়ালি চক্রবর্তী, অরিত্র দত্ত বণিককে একসঙ্গে এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে।

advertisement

শহরে একের পর এক মন্ত্রী খুন হচ্ছে। পুলিশ প্রশাসন মিডিয়া জনতা সবাই তটস্থ। কে বা কারা খুন করছে, কী তাদের উদ্দেশ্য কেউ জানে না। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি, স্কুলের প্রিন্সিপাল বরফি, তার ভাই সূর্য এবং ভাইয়ের বান্ধবী শ্যামলী এদের মধ্যে একটা অদ্ভুত সম্পর্ক। বরফি কোনওভাবেই সম্পর্কে মেনে নিতে পারছে না।

advertisement

আরও পড়ুন :  চোখে চোখে অপলক মুহূর্ত থেকে মায়ের আদর, রইল কিয়ারা-সিদ্ধার্থর বিয়ের না দেখা অ্যালবাম

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

অন্যদিকে পুলিশ এই তদন্ত তাদের পূর্বতন একজন হেভি ওয়েট অফিসার তিনি বর্তমানে  শখের গোয়েন্দা মহেন্দ্র এবং তার সহকারীর হাতে সমর্পণ করে। এর থেকে বরফি সূর্য এবং সূর্যের প্রেমিকার মধ্যে একটা ত্রিকোণ  সম্পর্ক আর অন্যদিকে লক্কা এবং মহেন্দ্রর ইনভেস্টিগেশন সমান্তরাল ভাবে এগোতে থাকে। খুন কিন্তু বন্ধ হচ্ছে না। মহেন্দ্র এবং তাঁর সহকারী আরও বেশি ধাঁধাঁর মধ্যে পড়ে যাচ্ছে। বরফি কি ভাইয়ের প্রেমিকার সম্পর্কটা মেনে নিতে পারবে? মহেন্দ্র কি খুঁজে বার করতে পারবে আসল খুনিকে ? ছবির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন পরিচালক নিজেই। বরফি মুক্তি পাবে আগামী এপ্রিল মাসে।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Bengali Movie: এপ্রিলে আসছে চান্দ্রেয়ীর 'বরফি', মুক্তি পেল টিজার ও পোস্টার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল