ট্যুইটে বলা হয়েছে ‘আদিরপুরুষ’ তৈরিতে খরচ হয়েছে প্রায় ৭০০ কোটি টাকা। আর চন্দ্রযান-৩-এর বাজেট ৬১৫ কোটি টাকা। অর্থাৎ ৭৫ কোটি টাকা কম লেগেছে চন্দ্রযান-৩ তৈরিতে৷ ট্যুইটে লেখা,‘‘মোটামুটি বাজেট • আদিপুরুষ- ৭০০ কোটি টাকা • চন্দ্রযান ৩-৬১৫ কোটি টাকা৷ এ থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে কোনটা বেশি গুরুত্বপূর্ণ৷ ’’
আরও পড়ুন: টানা এক মাস কথা বন্ধ! কী এমন ঘটেছিল জাহ্নবীর সঙ্গে? নায়িকাকে নিয়ে যা বললেন বরুন.
advertisement
পোস্টের সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে যায় ট্যুইটটি৷ তবে কে এই ট্যুইটটি করছেন, তা এখনও জানা যায়নি৷ নেটিজনেরা ‘আদিপুরুষ’কে নিয়ে একের পর এক মিম শেয়ার করতে থাকেন৷ আদিপুরুষ এবং চন্দ্রযানের বাজেটের তুলনা করে এক ব্যক্তি লিখেছেন, যদি সিনেমার প্রোডিউসাররা সরকারকে টাকা দিয়ে দিতেন তবে চন্দ্রযান ৪ হয়ে যেত৷
আরও পড়ুন: রণবীরের ঠাকুমা বলিউডের একদা নামী অভিনেত্রী! ফাঁস হল সিং পরিবারের ইতিহাস
রামায়ণের গল্পে আধারিত ‘আদিপুরুষ’ মুক্তির পর থেকেই বিতর্কের কেন্দ্রে৷ প্রভাস, কৃতি স্যানন এবং সৈইফ আলি খান অভিনীত এই ছবির সংলাপ নিয়ে নিন্দার ঝড় উঠেছিল৷ কিছু সংলাপ মুক্তির পর নির্মাতারা বদলালেও ছবিটি দর্শকদের মনে বিশেষ প্রভাব ফেলতে পারেনি৷
