TRENDING:

Chanchal Chowdhury Social Media Post: ‘সর্বভারতীয় ছবি দেখবেন, সমস্যা নেই, কিন্তু বাংলা ছবিকে এগিয়ে রাখবেন’, ভিডিও বার্তা চঞ্চল চৌধুরীর

Last Updated:

Chanchal Chowdhury Social Media Post: চঞ্চল এই ভিডিওতে উল্লেখ করেছেন যে ভাষার ঐক্যে এই দুই দেশের শিল্পীদের মধ্যে এক আশ্চর্য মেলবন্ধন তৈরি হয়েছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: দুই বাংলার সিনেমা জগতকে নিয়ে উদ্বেল অভিনেতা চঞ্চল চৌধুরী একটি ভিডিও পোস্ট করলেন মঙ্গলবার৷ সেখানে তিনি আবারও মনে করিয়ে দিলেন সিনেমা জগতের আঙিনায় এখন আর দুই বাংলার কোনও বিভেদ নেই, বাংলা সিনেমা আছে মিলনের মাঝখানে৷ অর্থাৎ দুই বাংলার শিল্পীরা এখন সিনেমায়, সিরিজে একসঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করছেন৷
চঞ্চল চৌধুরী ও তাসনিয়া ফারহিনের ছবি ফেসবুক থেকে প্রাপ্ত
চঞ্চল চৌধুরী ও তাসনিয়া ফারহিনের ছবি ফেসবুক থেকে প্রাপ্ত
advertisement

আগামী ৩ ফেব্রুয়ারি মুক্তি পাবে অতনু ঘোষ পরিচালিত ‘আরও এক পৃথিবী’ ছবিটি৷ আর সেখানেই এ পার বাংলার কৌশিক গঙ্গোপাধ্যায়, অনিন্দিতা বসু ছাড়াও অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারহিন৷ তাঁর সঙ্গেই এক ভিডিওতে দেখা গেল চঞ্চলকে৷ তিনি এককথায় এই ছবির হয়েই কিছুটা কথা বললেন৷

advertisement

আরও পড়ুন: ৪২ আসনে বিধানসভা ভোটে ত্রিপুরায় লড়াই করতে চলেছে তিপ্রামোথা

আরও পড়ুন: এবারের ভোটে ত্রিপুরার 'কিং'-ই হয়ে উঠতে পারেন অন্যতম 'কিং মেকার'। ব্যাপারটা কী?

চঞ্চলের কারাগার দুই বাংলার দর্শকদের মধ্যেই এক আশ্চর্য তরঙ্গ তৈরি করেছিল৷ সম্প্রতি সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত মৃণাল সেনের বায়োপিক ‘পদাতিক’ ঘোষিত হয়েছে৷ সেখানে মৃণাল সেনের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে চঞ্চলকে৷ অন্যদিকে, তাসনিয়া ফারহিনও কারাগারের এক উল্লেখযোগ্য নাম৷ তাঁেক আবার অতনুর নতুন ছবিতে দেখা যাবে এক গুরুত্বপূর্ণ চরিত্রে৷

advertisement

চঞ্চল এই ভিডিওতে উল্লেখ করেছেন যে ভাষার ঐক্যে এই দুই দেশের শিল্পীদের মধ্যে এক আশ্চর্য মেলবন্ধন তৈরি হয়েছে৷ তিনি বলেছেন, ‘‘এখন তো আসলে বাংলার কোনও ভেদাভেদ নেই৷ দুই বাংলা আমরা এক হয়ে কাজ করছি৷ বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে আমরা এক হয়ে কাজ করছি৷ তাসনিয়ার এ বাংলায় প্রথম বড়পর্দার ছবি এটি, তাই ওঁর জন্য শুভকামনা জানাই, অতনুদার জন্য শুভকামনা জানাই৷’’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এর পরে সামগ্রিক অর্থে তিনি বলেন, ‘‘বাংলাকে কিন্তু আমাদের সবসময় এগিয়ে রাখতে হবে৷ সেটা এপার বাংলার হোক, ওপার বাংলা হোক৷ আর বাংলাকে এগিয়ে রাখার জন্য আপনাদের বিকল্প কিন্তু নেই৷ আপনারা সারা পৃথিবীর ছবি দেখবেন, নানা ভাষার ছবি দেখবেন, কোনও সমস্যা নেই৷ সর্বভারতীয় ছবি দেখবেন, কোনও সমস্যা নেই৷ কিন্তু বাংলা ছবিকে একটু এগিয়ে রাখবেন৷’’

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Chanchal Chowdhury Social Media Post: ‘সর্বভারতীয় ছবি দেখবেন, সমস্যা নেই, কিন্তু বাংলা ছবিকে এগিয়ে রাখবেন’, ভিডিও বার্তা চঞ্চল চৌধুরীর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল