প্রায় এক বছর ধরে জটিল স্নায়ুর রোগে আক্রান্ত অস্কারজয়ী গায়িকা সেলিন ডিয়ন৷ এতটাই জটিল এই রোগ যে দশ লক্ষের মধ্যে মাত্র একজনের এই অসুখ হয়৷ এমনই বিরল রোগে আক্রান্ত গায়িকা৷ এখন তিনি কেমন আছেন তা জানতে মুখিয়ে রয়েছেন ভক্তরা৷ যদিও গায়িকা নিজের স্বাস্থ্যের বিষয়ে খুব কম তথ্যই শেয়ার করেছেন৷ সম্প্রতি তার বোন, ক্লডেট ডিয়ন সেলিনের স্বাস্থ্য নিয়ে মুখ খুলেছেন৷ তিনি জানিয়েছেন, সেলিন ডিয়ন এখনও কঠিন লড়াই চালিয়ে যাচ্ছেন৷ আমরা আত্মবিশ্বাসী যে, সফল হব।
advertisement
আরও পড়ুন- চকোলেট-চিপস নয়, এই লোভনীয় খাবারেই ‘Craving’ মেটাচ্ছেন অন্তঃসত্ত্বা শুভশ্রী, ছবিতে দেখুন
আরও পড়ুন-অগ্নিগর্ভ ফ্রান্সে আটকে উর্বর্শী,উত্তাল পরিস্থিতিতে বাড়ছে বিপদ! আতঙ্কে ঘুম উড়েছে পরিবারের
কী এই কঠিন রোগ?’স্টিফ পারসন সিনড্রোম’ নামের এক রোগ ধরা পড়েছে গায়িকার।গত বছর ডিসেম্বর মাসে বিখ্যাত সঙ্গীতশিল্পী ইনস্টাগ্রাম পোস্টে প্রথম রোগের কথা জানান। সেলিন জানান, ‘স্টিফ পারসন সিনড্রোম’ নামের একটি রোগ বাসা বেঁধেছে তাঁর শরীরে। স্টিফ পারসন সিনড্রোম বা ‘এসপিএস’ একটি ‘অটো ইমিউন’ রোগ। ঠিক কেন এই রোগ হয়, তা নিশ্চিত করে বলা না গেলেও গবেষকদের ধারণা, দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থা কোনও কারণে দেহেরই কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে আক্রমণ করলে এই সমস্যা তৈরি হয়। সাধারণত মধ্যবয়স্ক মানুষরা এই রোগে আক্রান্ত হন। চিকিৎসকেরা এমনও আশঙ্কা করেছেন যে, সেলিন আর কোনওদিন গান গাইতে না-ও পারেন। স্টেজে উঠে ঘণ্টার পর ঘণ্টা শো করার তো প্রশ্নই নেই। গত কয়েক বছরে নানা কারণে সঙ্গীতচর্চা থেকে দূরে ছিলেন সেলিন৷ স্বামী রেনের ক্যানসার আক্রান্ত হওয়ার পর তাকে নিয়ে ব্যস্ত ছিলেন গায়িকা৷ তারপর রেনের মৃত্যতে মারাত্মক ভাবে ভেঙে পড়েছিলেন গায়িকা৷ শোক কাটিয়ে গানের জগতে ফিরলেও আচমকাই অসুস্থ হয়ে পড়েন৷ শরীরের ভয়ঙ্কর অবস্থার কথা শুনে রীতিমতো উদ্বিগ্ন ভক্তরা৷ আপাতত সেলিন স্টেজে ফেরার অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা৷