সূত্রের খবর অনুযায়ী, তদন্ত রিপোর্টে সিবিআই লিখেছে, এটি খুনের ঘটনা, সেই অভিযোগ প্রমাণের জন্য কোনও ধরনের মৌখিক অথবা বস্তুনিষ্ঠ প্রমাণ পাওয়া যায়নি৷ অভিনেতার বোন তাঁর দাদার মৃত্যুর পিছনে চক্রান্তের অভিযোগ তুলেছিলেন৷ কিন্তু সিবিআই দীর্ঘ সময় ধরে অপেক্ষা করার পরও তিনি তদন্তকারী সংস্থার সামনে নিজের অভিযোগ জানাতে হাজির হননি৷
advertisement
শুধু তাই নয়, বৈজ্ঞানিক পরীক্ষাগুলিতেও সুশান্তের মৃত্যুর ক্ষেত্রে কোনও অস্বাভাবিকতা ধরা না পড়ায় তদন্ত শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই সরকারি সূত্রের খবর৷
২০২০ সালের ১৪ জুন মুম্বাইয়ে নিজের অ্যাপার্টমেন্টেই সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ উদ্ধার হয়৷ সিলিং ফ্যানের থেকে ঝুলছিল অভিনেতার দেহ৷ যদিও ঘটনাস্থল থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি৷ সুশান্তের মতো জনপ্রিয় এবং সেই সময় বলিউডের প্রথম সারির অভিনেতার এমন পরিণতিতে দেশ জুড়ে চাঞ্চল্য ছড়ায়৷ উঠে আসে খুনের তত্ত্বও৷ সেই রহস্যভেদ করতেই তদন্তভার দেওয়া হয় সিবিআই-কে৷