এবার কান চলচ্চিত্র উৎসবের মনোনয়নে বিরাট চমক৷ দীর্ঘ ৩০ বছর পর ভারতীয় সিনেমায় বিরাট সাফল্য৷ ভারতীয় চলচ্চিত্র পরিচালক পায়েল কাপাডিয়া পরিচালিত ‘অল উই ইমাজিন অ্যাস লাইট’ ছবিটি প্রতিযোগিতা বিভাগে মনোনয়ন পেয়েছে কান চলচ্চিত্র উৎসবে৷ দীর্ঘ ৩০ বছরের বেশি সময়ের পর প্রতিযোগিতা বিভাগে প্রথম ভারতীয় চলচ্চিত্র হিসেবে ইতিহাস তৈরি করল এই ছবি৷ গত ৩০ বছরের মধ্যে প্রথমবার এই বিভাগে ভারতীয় চলচ্চিত্র বিশ্ব মঞ্চে বিরাট সাফল্য অর্জন করেছে৷
advertisement
কান ফিল্ম ফেস্টিভ্যালের অফিসিয়াল পেজ থেকে আনুষ্ঠানিক ঘোষণা করা হয়েছে৷ কাপাডিয়ার এই ছবিটি ১৯টি উচ্চ প্রত্যাশিত শিরোনামের মধ্যে তালিকাভুক্ত করা হয়েছে৷ যার মধ্যে আন্দ্রেয়া আর্নল্ড, ফ্রান্সিস ফোর্ড কপোলা, ডেভিড ক্রোনবার্গের মতো প্রশংসিত পরিচালকরাও রয়েছেন৷ গত মাসেই উদ্বোধনী সিনেমার নাম ঘোষণা করা হয়েছিল। জানা গিয়েছিল ‘সেকেন্ড অ্যাক্ট দিয়ে ৭৭তম এই কান উৎসবের পর্দা উঠবে । এছাড়াও প্রতিযোগিতা বিভাগের একটি সিনেমার নামও আগেই ঘোষণা করা হয়েছিল। ফ্রান্সিস ফোর্ড কপোলার ‘মেগালোপলিস’ ছবি। আউট অব কমপিটিশন বিভাগে দেখানো হবে জর্জ মিলারের ফিউরোসিয়া। এরপরই বাকি এই মনোনয়নের জন্য অপেক্ষায় ছিল সিনেমা দুনিয়া। যা আজ প্রকাশ্যে এল৷
কান চলচ্চিত্র উৎসবে বরাবরই সবচেয়ে বেশি আলোচনায় থাকে মূল প্রতিযোগিতা বিভাগের সিনেমাগুলো। উৎসবের সেরা সিনেমা, সেরা পরিচালক৯সহ বড় পুরস্কার দেওয়া হয় এই শাখার সিনেমাগুলিকে। এই বিভাগের দিকে সারা বিশ্বের পরিচালকদের নজর থাকে। এবার সেই তালিকায় রয়েছেন ভারতীয় চলচ্চিত্র নির্মাতা পায়েল কাপাডিয়া৷
যদিও কান চলচ্চিত্র উৎসবে কাপাডিয়া নতুন কোনও নাম নয়৷ এর আগেও তাঁর কাজের জন্য প্রশংসা কুড়িয়েছেন তিনি৷ পায়েলের ডকুমেন্টারি ‘এ নাইট অফ নোয়িং নাথিং’ ২০২১ সালে কান চলচ্চিত্র উৎসবে অয়েল ডি’অর (গোল্ডেন আই) পুরস্কার জিতেছে, যা পরিচালকরে ফোর্টনাইট বিভাগের অধীনে প্রিমিয়ার হয়েছে৷ এছাড়াও ২০১৭ সালে ‘আফটারনুন ক্লাউডস’ ছবিটি শর্ট ফিল্ম বিভাগে প্রদর্শিত হয়েছিল৷ তাঁর গল্প বলার প্রদর্শন এবং প্রতিভা বারেবারেই সকলের নজর কাড়ে৷