সিজন ৫-ও ব্যোমকেশের ভূমিকায় অভিনয় করছেন অনির্বাণ ভট্টাচার্য। এই সিজনে নতুন অজিত সুপ্রভাত দাস। এর আগে অঞ্জন দত্তের 'ফাইনালি ভালবাসায়' অনির্বাণের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন সুপ্রভাত দাস। সত্যবতীর ভূমিকায় আগের মতন ঋধিমা।
advertisement
ব্যোমকেশ সিজন ৫ এর প্রিভিউ বা আনুষ্ঠানিক লঞ্চের মাঝেই কেক কেটে সেলিব্রেট করা হল সত্যবতী ঋধিমার জন্মদিন। গানে গানে অভিনন্দন জানালেন ব্যোমকেশ অনির্বাণ।
ব্যোমকেশ সিজন ৫ এর মাধ্যমেই পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করলেন সৌমিক হালদার , যিনি ডি ও পি হিসেবে পরিচিত এক নাম।
ব্যোমকেশ ও সত্যবতী দুজনেই এই সিরিজ নিয়ে আশাবাদী। নতুন পরিচালকের দৃষ্টিভঙ্গী ব্যোমকেশ সিরিজে অন্য মাত্রা যোগ করেছে। নতুন অজিতের সঙ্গেও রসায়ন জামে উঠেছে বলে দাবি তাদের । সিজন ফাইভের প্রথম দুটো পর্ব 'দুষ্টচক্র' এবং 'খুঁজি খুঁজি নারি' এই দুটি গল্প। শরদিন্দু বন্দ্য়োপাধ্য়ায়ের ব্য়োমকেশের এই দুটি গল্পকেই বেছে নিয়েছেন পরিচালক। জোর দেওয়া হয়েছে স্মার্ট মেকিংয়ের ওপর। একই সঙ্গে মনন্তর, কালোবাজারি এবং মানবিক সম্পর্কের আখ্য়ানকে খুব সুন্দর ভাবে মেলানো হয়েছে এই সিরিজে। সৌমিক হালদারের আগে সায়ন্তন ঘোষাল, সৌমিক চট্টোপাধ্য়ায়ও ব্য়োমকেশ পরিচালনার ভার সামলেছেন।
DEBAPRIYA DUTTA MAJUMDAR