TRENDING:

Buddhabed Dasgupta: স্বপ্নের দিন সন্ধানী কালপুরুষের প্রয়াণে শোকস্তব্ধ তারকারা

Last Updated:

প্রয়াত পরিচালক বুদ্ধদেব দাশগুপ্তর স্মৃতিতে শোকস্তব্ধ চলচ্চিত্র দুনিয়া

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা : শুধু একজন নিপুণ পরিচালকই নন ৷ সংবেনশীল কবি এবং অনবদ্য মানুষ হিসেবেও তাঁর প্রতি আমার গভীর শ্রদ্ধা ৷ প্রয়াত পরিচালক বুদ্ধদেব দাশগুপ্তর (Buddhabed Dasgupta) স্মৃতিতে লিখেছেন দীপ্তি নবল ৷ বৃহস্পতিবার ফেসবুকে ‘অন্ধি গলি’ ছবির একটি স্থিরচিত্র শেয়ার করেছেন অভিনেত্রী ৷ ওই ছবিতে বুদ্ধদেব দাশগুপ্তর পরিচালনায় অভিনয় করতে পেরে নিজেকে সৌভাগ্যবান বলে মনে করেছেন তিনি ৷ তাঁর কথায়, ‘বুদ্ধদেব দাশগুপ্তর প্রয়াণ সংবাদে আমি মর্মাহত ৷ বাংলা চলচ্চিত্রের সেরা পরিচালকদের মধ্যে তিনি অন্যতম৷’
advertisement

উত্তাল সাতের দশকের প্রেক্ষাপটে লেখা দিব্যেন্দু পালিতের গল্প ‘ঘর বাড়ি’ অবলম্বনে ছবি ‘অন্ধি গলি’ মুক্তি পেয়েছিল ১৯৮৪ সালে ৷ দীপ্তি নবলের সঙ্গে এই ছবিতে অভিনয় করেছিলেন কুলভূষণ খরবান্দা৷ ‘অন্ধি গলি’-র নায়িকার মতো সামাজিক মাধ্যমে শোকপ্রকাশ করেছেন বুদ্ধদেব দাশগুপ্তর দু’টি ছবির নায়িকা সুদীপ্তা চক্রবর্তী ৷ ‘মন্দ মেয়ের উপাখ্যান’ এবং ‘কালপুরুষ’-এর অভিনেত্রীর কথায়, সত্যজিৎ-ঋত্বিক উত্তর সময়ে বুদ্ধদেবই ছিলেন জাতীয় তথা আন্তর্জাতিক মঞ্চে খ্যাতনামী বাঙালি পরিচালক ৷ তাঁর প্রয়াণে বিশ্ব চলচ্চিত্রের অপূরণীয় ক্ষতি হল বলে মনে করেন সুদীপ্তা ৷

advertisement

পরিচালক যে অনেক দিন ধরেই অসুস্থ, জানতেন সুদীপ্তা ৷ তবে তাঁর আশা ছিল ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবেন বুদ্ধদেব ৷ ফিরবেন শুটিং ফ্লোরে ৷ আবার আমরা উপহার পাব মাইলফলক ছবি ৷ কিন্তু জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রীর সে আশা অধরাই থেকে গেল ৷

advertisement

বুদ্ধদেব দাশগুপ্তর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন রাজ চক্রবর্তী ৷ তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন পরিচালক সাংসদ ৷

‘চরাচর’, ‘উত্তরা’, ‘লাল দরজা’-র পরিচালকের প্রয়াণে শোকস্তব্ধ অনীক দত্ত ৷ ‘ভূতের ভবিষ্যৎ’-এর পরিচালকের কথায় ‘প্রতিবাদে পাশে এসে দাঁড়ানোর লোক, আমাদের অভিভাবক চলে গেলেন৷’ আর এক জন আন্তর্জাতিক মানের চলচ্চিত্র পরিচালককে বাংলা হারাল, শোকবার্তা অনীকের ৷

advertisement

বুদ্ধদেব দাশগুপ্ত ছিলেন আন্তর্জাতিক মঞ্চে বাংলা থেকে ভারতের যথার্থ প্রতিনিধি ৷ ফেসবুকে লিখেছেন জাতীয় পুরস্কারজয়ী পরিচালক সাগ্নিক চট্টোপাধ্যায় ৷ শেয়ার করেছেন প্রয়াত বুদ্ধদেবের সঙ্গে তাঁর নিজের একটি ছবি ৷

advertisement

অভিনেত্রী অর্পিতা চট্টোপাধ্যায় ফেসবুকে লিখেছেন ‘কিংবদন্তি পরিচালক ও কবি বুদ্ধদেব দাশগুপ্তর প্রয়াণ বাংলা চলচ্চিত্র দুনিয়ার জন্য একটি কালো দিন’ ৷

‘বাঘ বাহাদুর’, ‘তাহাদের কথা’-র মতো পুরস্কারভূষিত অসংখ্য ছবির পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত প্রয়াণে শোকবার্তা লিখেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার ৷ বুদ্ধদেবের প্রয়াণে আরও একটি স্বর্ণযুগের অবসান হল৷  শ্রদ্ধার্ঘ্যে লিখেছেন প্রিয়াঙ্কা ৷

সেরা ভিডিও

আরও দেখুন
৪২০ বছরের প্রথা! একাদশীতে ১২ ঘণ্টার যাত্রার পর জঙ্গিপুরে পেটকাটি দুর্গা প্রতিমা নিরঞ্জন
আরও দেখুন

দীর্ঘ দিন ধরেই কিডনির অসুখ এবং বার্ধক্যজনিত সমস্যায় অসুস্থ ছিলেন বুদ্ধদেব দাশগুপ্ত ৷ ডায়ালিসিস চলছিল ৷ ‘স্বপ্নের দিন’ সন্ধানী ‘কালপুরুষ’-এর সফর শেষ হল বৃহস্পতিবার ৷ দক্ষিণ কলকাতার বাসভবনে বৃহস্পতিবার সকালে সত্তরোর্ধ্ব পরিচালক ‘চরাচর’-এ বিলীন হয়ে গেলেন ঘুমের মধ্যেই ৷

বাংলা খবর/ খবর/বিনোদন/
Buddhabed Dasgupta: স্বপ্নের দিন সন্ধানী কালপুরুষের প্রয়াণে শোকস্তব্ধ তারকারা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল