TRENDING:

Jin of BTS: সেনায় যোগ দেওয়ার পর প্রথম পোস্ট! এখন কেমন দেখতে হয়েছেন BTS- এর জিন

Last Updated:

Jin of BTS: সেনার পোশাকে উইভার্সে নিজের কয়েকটি ছবি পোস্ট করেছেন জিন। অনুরাগীদের আশ্বস্ত করে জানিয়েছেন, তিনি ভাল আছেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সিওল: কেটে গিয়েছে এক মাস। দক্ষিণ কোরিয়ান ব্যান্ড বিটিএসের সদস্য কিম সোক-জিন ১৩ ডিসেম্বর দেশের সেনাতে যোগ দিয়েছেন। তার পর থেকে কার্যত সকলের সঙ্গেই তাঁর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তবে নতুন বছরে আর্মিদের (বিশ্বজুড়ে বিটিএস অনুরাগীদের এই নামের চিহ্নিত করা হয়) বিশেষ উপহার দিলেন তিনি।
advertisement

সেনার পোশাকে উইভার্সে নিজের কয়েকটি ছবি পোস্ট করেছেন জিন। অনুরাগীদের আশ্বস্ত করে জানিয়েছেন, তিনি ভাল আছেন। ৩০-এর গায়ক লেখেন, 'আমি এখানে আনন্দ করছি। ভাল আছি। সেনাবাহিনীর পক্ষ থেকে অনুমতি পাওয়ার পরেই ছবিগুলি পোস্ট করছি। আর্মি, তোমরা আনন্দে থেকো। ভাল থেকো।' জনৈক নেটাগরিক গায়কের এই বার্তা ইংরেজিতে অনুবাদ করেন।

সেনাতে যোগ দেওয়ার পরেও জিনের একাধিক ছবি তাঁর ফ্যানক্লাবগুলি নানা সময়ে পোস্ট করেছে। তবে গায়কের এই পোস্ট যে বিটিএস অনুরাগীদের কাছে বাড়তি পাওনা, তা আর বলার অপেক্ষা রাখে না

advertisement

আরও পড়ুন: কাশ্মীর ফাইলস থেকে গাঙ্গুবাই, অস্কার নমিনেশনের জন্য যুদ্ধে একাধিক ভারতীয় ছবি!

আরও পড়ুন: ট্রেলার মুক্তি পেতেই ১ মিলিয়ন ভিউ! বনবাস ছেড়ে পাঠানের ধমাকা! বিতর্কের মাঝে বাদশার অ্যাকশন

দিন কয়েক আগেই বিটিএস-এর আরেক সদস্য জে হোপ (জাং হো-সক) জানিয়েছিলেন, সেনা ক্যাম্প থেকে জিন তাঁর সঙ্গে যোগাযোগ করেছিলেন। সতীর্থের কথা অনুরাগীদের বলতে গিয়ে আবেগঘন হয়ে পড়েন তিনি।

advertisement

'ওয়ার্ল্ড ওয়াইড হ্যান্ডসম' ভাল আছেন। খুশি তাঁর ভক্তরাও। আপাতত জিনের ফিরে আসার দিন গুনছেন তাঁরা।

বাংলা খবর/ খবর/বিনোদন/
Jin of BTS: সেনায় যোগ দেওয়ার পর প্রথম পোস্ট! এখন কেমন দেখতে হয়েছেন BTS- এর জিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল