দীর্ঘদিন ধরেই জটিল রোগ স্কিজোঅ্যাফেক্টিভ ডিসঅর্ডারের মতো মানসিক রোগে ভুগছিলেন অভিনেতা৷ এটি এমন একটি রোগ যা হলে মানসিক সমস্যা সিজোফ্রেনিয়া এবং মুড ডিসঅর্ডারের মতো লক্ষণ দেখা যায়৷ এই কঠিন রোগে আক্রান্ত ব্যক্তিরা অবসাদের সমস্যায় ভোগেন৷ নিয়মিত ওষুধ ও থেরাপির মধ্যেই থাকতে হয়৷ এই রোগে আক্রান্ত হওয়ার পর থেকেই মঞ্চে সেভাবে পারফর্ম করতে পারেননি তিনি৷
advertisement
আরও পড়ুন-‘আমাকে এসে জড়িয়ে ধরো,তারপর…’, চরম হেনস্তার শিকার উরফি! সেদিন যা হয়েছিল শুনলে শিউরে উঠবেন
আরও পড়ুন-থলথলে ভুঁড়ি নিয়ে নাজেহাল? চটজলদি বেলি ফ্যাট কমাতে দিন শুরু করুন এই ৫ ভেষজ পানীয় দিয়ে
ক্রিসের মানসিক স্বাস্থ্য দিনদিন এতটাই খারাপ হতে শুরু করেছিল যে স্ত্রী ও ছোট সন্তানকে রেখে আমেরিকাতেও চিকিৎসা করাতেও যেতে হয়েছিল৷ জানা গেছে, ক্রিসের জন্য একটি অনুদান প্রকল্প চালু করা হয়েছিল, যেখানে তার সকল ভক্তরা চিকিৎসার জন্য দান করেছিলেন৷ গত প্রায় দুই সপ্তাহ ধরে হাসপাতালে ভর্কি ছিলেন৷ তারপরও আর শেষরক্ষা হল না৷ স্ত্রী সন্তানকে রেখে না ফেরার দেশে চলে গেলে জনপ্রিয় অভিনেতা৷ প্রতিভাসম্পন্ন এই তারকার মৃত্যুতে শোকের ছায়া পড়েছে বিনোদন জগতে৷