ছবি ইনস্টাগ্রামে ভিডিওটি পোস্ট করে লিখেছেন, ‘সেটে সচরাচর দুর্ঘটনা ঘটেই থাকে। কিন্তু আমার চুলে আগুন ধরে গিয়েছিল। কোথাও গিয়ে এই ঘটনাটি সবথেকে বেশি ভয়ঙ্কর বলে মনে হয়েছিল। ঘটনাচক্রে এই মুহূর্তটি ক্যামেরায় ধরা পড়েছে। আর করণকে অনেক ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য। খালি হাতে আগুন নিভিয়েছে সে।’
আরও পড়ুন: মাংসকেও হার মানাবে! অল্প উপকরণেই বানিয়ে ফেলুন গেরি গুগলির চচ্চড়ি, সুস্বাদু ও পুষ্টিগুণে ভরপুর
ভিডিওতে দেখা যাচ্ছে, হঠাৎ চুলে আগুন ধরে যাচ্ছে। করণের সাহায্যে আগুন নেভানো হয়। করণকে ছবি জিজ্ঞাসা করেন, ‘‘আমার চুলে আগুন ধরেনি তো?’’ করণ বলেন, ‘‘ধরেছে তো।’’ তারপর দেখা যায়, ছবি নিজের চুল পরীক্ষা করতে থাকেন। জানা যায়, একি মোমবাতি থেকে এই দুর্ঘটনাটি ঘটে।
স্তনের ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন ছবি। রেডিয়েশন, অস্ত্রোপচারের পর তিনি এখন অনেকটা সুস্থ। স্তন বাদ দিয়ে এখন তিনি পুরোপুরি ক্যানসার মুক্ত।