সোমবার সাও পাওলোর সাও লুইজ হাসপাতালে অ্যান্ড্রেডের অস্ত্রোপচার হয়েছিল। সেখানে তিনি তাঁর পরিবারের সঙ্গে ছিলেন। অস্ত্রোপচারের সময় তাঁর শ্বাসকষ্ট শুরু হয়। কার্ডিয়াক অ্যারেস্টও হয় লুয়ানার। মেডিক্যাল টিমের তৎপরতায় পরিস্থিতি সামাল দেওয়া হয়।
হাসপাতালের বিবৃতি বলেছে অনুযায়ী, সেই ঘটনার পর অস্ত্রোপচার বন্ধ রাখা হয়। আন্দ্রেকে পরীক্ষা করা হয়েছিল এবং দেখা যায় একটি বিশাল থ্রম্বোসিস রয়েছে। এটি একটি রোগ যেখানে শিরাগুলিতে রক্ত জমাট বাঁধে। তাকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়। হেমোডাইনামিক চিকিৎসা এবং ওষুধ দেওয় হয়।
advertisement
আরও পড়ুন: ২৫-এ জীবনের নতুন অধ্যায়! সকলের সঙ্গে সুখবর ভাগ করে নিলেন অনন্যা
আরও পড়ুন: ‘কারার ওই লৌহ কপাট’ নিয়ে বিপাকে রহমান! নজরুলগীতি বিকৃতির অভিযোগে বিদ্ধ শিল্পী
চিকিৎসকদের চেষ্টা সত্ত্বেও শেষ রক্ষা হয়নি। মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে মৃত্যু হয় আন্দ্রের। পালমোনারি এমবোলিজমকে তাঁর মৃত্যুর কারণ বলে মনে করা হচ্ছে। থ্রম্বোসিসের জটিলতার কারণে ফুসফুসের একটি ধমনীতে রক্ত জমাট বাঁধে। যার ফলে থেমে যায় আন্দ্রের পথ চলা।