এই ছবিটি কলকাতায় নির্মিত একটি গ্যাংস্টার-ভিত্তিক ফিল্ম। ছবির চরিত্রগুলোর অনুপ্রেরণা এসেছে দুর্গাপুর, ধানবাদ, পুরুলিয়া—এক কথায় ডন মাফিয়া কালচার থেকে। বাংলা ছবিতে বর্তমানে এ ধরনের শক্তিশালী গল্প খুব কমই হয়, তাই এই ছবিটি আজকের সময়ে বেশ গুরুত্বপূর্ণ। আর এই ছবিতেই অভিনয় করছেন বাঁকুড়ার ছাতনার ছেলে ঋষভ।
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
advertisement
পরিচালনা করেছেন রাহুল সাহা। এই ছবিতে একটি গ্রে-শেড চরিত্রে অভিনয় করেছে ঋষভ—না পুরো খলনায়ক, না পুরো নায়ক। চরিত্রটি ছাতনা বা বাঁকুড়ার মত জায়গা থেকে উঠে আসা একজন ব্যক্তির। সিনেমায় আসার আগে ইউটিউব চ্যানেল চালাতেন ঋষভ, এরপর একটি শর্ট ফিল্ম বানান বন্ধুদের নিয়ে। তারপর বন্ধুরা যে যার মত কাজে চলে যায় বাইরে, ইউটিউব চ্যানেল এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছিল না ঋষভের পক্ষে। সেজন্যই বাড়িতে না জানিয়ে কলকাতায় গিয়ে অডিশন দেওয়ার কথা ভাবে ঋষভ সরকার।
ঋষভ সরকার জানান, ““আগুন” একটি টলিউড ইন্ডাস্ট্রির ছবি। রানা মিত্র ও জয় বদলানির মত দক্ষ অভিনেতাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে পেরে আমি সত্যিই গর্বিত। আমার কাছে এই ছবিটি শুধু একটি সিনেমা নয়, বরং আঞ্চলিক এলাকা—যেমন বাঁকুড়া, পুরুলিয়া—থেকে উঠে আসা প্রতিভাদের জন্য একটি অনুপ্রেরণা। আপনারা সবাই ছবি “আগুন” অবশ্যই দেখবেন—সমর্থন করবেন।”
নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়





