TRENDING:

Tollywood: বাড়িতে না জানিয়ে দেন অডিশন, রাত কাটান হাওড়া স্টেশনে, এবার টলিউডে বাঁকুড়ার ছাতনার ছেলে ঋষভ

Last Updated:

Bankura News: বাড়িতে না জানিয়ে দিয়েছিলেন অডিশন, সারারাত কাটিয়েছিলেন হাওড়া স্টেশনে। বড় বড় স্টুডিওতে কাজের জন্য ঘুরে ঘুরে পায়ের চটি ক্ষয়ে যায়। তারপর আসে সেই সুবর্ণ সুযোগ!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাঁকুড়া: ছাতনার ছেলে সুদূর কলকাতার টলিউডে অভিনয় করছে একটি থ্রিলার সিনেমায়। বাড়িতে না জানিয়ে দিয়েছিলেন অডিশন, সারারাত কাটিয়েছিল হাওড়া স্টেশনে। বড় বড় স্টুডিওতে কাজের জন্য ঘুরে ঘুরে পায়ের চটি ক্ষয়ে যায়। ইন্ডাস্ট্রিতে টিকে থাকার জন্য লাইটিং, এডিটিং, ক্যামেরা সব রকম কাজ শেখেন তিনি। বর্তমানে নতুন ছবি “আগুন”এ অভিনয় করছে বাঁকুড়ার ঋষভ সরকার।
advertisement

এই ছবিটি কলকাতায় নির্মিত একটি গ্যাংস্টার-ভিত্তিক ফিল্ম। ছবির চরিত্রগুলোর অনুপ্রেরণা এসেছে দুর্গাপুর, ধানবাদ, পুরুলিয়া—এক কথায় ডন মাফিয়া কালচার থেকে। বাংলা ছবিতে বর্তমানে এ ধরনের শক্তিশালী গল্প খুব কমই হয়, তাই এই ছবিটি আজকের সময়ে বেশ গুরুত্বপূর্ণ। আর এই ছবিতেই অভিনয় করছেন বাঁকুড়ার ছাতনার ছেলে ঋষভ।

“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”

advertisement

পরিচালনা করেছেন রাহুল সাহা। এই ছবিতে একটি গ্রে-শেড চরিত্রে অভিনয় করেছে ঋষভ—না পুরো খলনায়ক, না পুরো নায়ক। চরিত্রটি ছাতনা বা বাঁকুড়ার মত জায়গা থেকে উঠে আসা একজন ব্যক্তির। সিনেমায় আসার আগে ইউটিউব চ্যানেল চালাতেন ঋষভ, এরপর একটি শর্ট ফিল্ম বানান বন্ধুদের নিয়ে। তারপর বন্ধুরা যে যার মত কাজে চলে যায় বাইরে, ইউটিউব চ্যানেল এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছিল না ঋষভের পক্ষে। সেজন্যই বাড়িতে না জানিয়ে কলকাতায় গিয়ে অডিশন দেওয়ার কথা ভাবে ঋষভ সরকার।

advertisement

View More

আরও পড়ুন‘এক এক করে আমার সব সহ-অভিনেতা চলে যাচ্ছেন, এবার ধরমজিও চলে গেলেন…’, শোকাহত আশা পারেখ ভাগ করে নিলেন ধর্মেন্দ্রর স্মৃতি

ঋষভ সরকার জানান, ““আগুন” একটি টলিউড ইন্ডাস্ট্রির ছবি। রানা মিত্র ও জয় বদলানির মত দক্ষ অভিনেতাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে পেরে আমি সত্যিই গর্বিত। আমার কাছে এই ছবিটি শুধু একটি সিনেমা নয়, বরং আঞ্চলিক এলাকা—যেমন বাঁকুড়া, পুরুলিয়া—থেকে উঠে আসা প্রতিভাদের জন্য একটি অনুপ্রেরণা। আপনারা সবাই ছবি “আগুন” অবশ্যই দেখবেন—সমর্থন করবেন।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বাড়িতে না জানিয়ে দেন অডিশন, রাত কাটান হাওড়া স্টেশনে, এবার টলিউডে বাঁকুড়ার ছাতনার ছেলে
আরও দেখুন

নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়

বাংলা খবর/ খবর/বিনোদন/
Tollywood: বাড়িতে না জানিয়ে দেন অডিশন, রাত কাটান হাওড়া স্টেশনে, এবার টলিউডে বাঁকুড়ার ছাতনার ছেলে ঋষভ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল