TRENDING:

শহরে নতুন বাংলা ব্যান্ড ‘বং স্কোয়াড’ ! নতুন গান সফর...

Last Updated:

প্ল্যানটা ছিল একটার পর একটা গান তৈরি করে, তারপরেই কোমর বেঁধে নেমে, সিডি আর ক্যাসেটে ‘বং স্কোয়াড’কে নিয়ে আসা ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: প্ল্যানটা ছিল একটার পর একটা গান তৈরি করে, তারপরেই কোমর বেঁধে নেমে, সিডি আর ক্যাসেটে ‘বং স্কোয়াড’কে নিয়ে আসা ৷ কিন্তু রির্হাসলের ঘরে, যখন একটার পর একটা গানের মহড়া চলছে, তখন অবিরাম বদলে চলছে প্ল্যানিং ৷ প্রতি মুহূর্তে গানে বদল ৷ প্রতি মুহূর্তে লিরিকের মাঝে মাঝে গীটার, ড্রামসের আসা আর যাওয়া ৷ শব্দ ও সুরের এ এক অদ্ভুত মেল বন্ধন ! সহজ কথায় এরই নাম ‘বং স্কোয়াড’ ! শহরের একেবারে নতুন বাংলা ব্যান্ড ৷ আর এই বং স্কোয়াডের ভোকালিস্ট শতদল চট্টোপাধ্যায়ের সঙ্গে আলাপ চারিতাতেই খোঁজ পাওয়া গেল এক নতুন সঙ্গীত সফরের !
advertisement

চার বন্ধু শতদল, রাজর্ষী, প্রেমজিৎ ও বিজিৎ ৷ দল বাঁধার জন্যই এদের দল নয় ৷ এমনকী, কখনই প্ল্যানিং ছিল না বাংলা ব্যান্ড শুরু করবেন ৷ কিন্তু পরিকল্পনা ছাড়াই, তৈরি হয়ে গেল বং স্কোয়াড...

হঠাৎ কেন বং স্কোয়াড ?

শতদল: হঠাৎ বলাটা ভুল হবে ৷ তবে হ্যাঁ, বং স্কোয়াড যে তৈরি হবে, এটা আমাদের প্ল্যানিংয়ে ছিল না ৷ যেমন সাধারণত দেখা যায়, চার-পাঁচজন এক হয়ে দল বেঁধে, ফুলপ্রুফ ব্যান্ড তৈরি করা ৷ আমাদের ব্যাপারটা সেরকম ঠিক নয় ৷ আমরা সবাই গান গাইতাম, সুর দিতাম, গান লিখতাম ৷ নিজের মতো করেই ৷ তারপর মাথায় এল, যুগটা বদলেছে ৷ এখন আর শুধু সিডি বা ক্যাসেটে আটকে থাকলে চলবে না ৷ এমন কিছু করতে হবে, যাতে সহজে শ্রোতার কাছে পৌঁছতে হবে ৷ আর সেখান থেকেই বং স্কোয়াডের জন্ম !

advertisement

তার মানে সেই তো আরেকটা বাংলা ব্যান্ড ৷ বং স্কোয়াডে নতুন কী?

শতদল: প্যাকেজিং ৷ বলতে পারেন আমাদের প্যাকেজিংই, আমাদের ইউএসপি ৷

প্যাকেজিং বলতে?

শতদল: কম্বাইন মিউজিক ৷ মিউজিকের মিশেল বা কম্বিনেশন ৷ সাধারণত আমরা দেখে থাকি বা শুনে থাকি মিউজিকের ওপর ভর করে গানটা এগিয়ে চলে ৷ আমাদের গানের ক্ষেত্রে, প্রত্যেকটি ইন্সট্রুমেট গানের প্রতিটা শব্দকে, বহন করছে ৷ আসলে ব্যাপারটা কথা দিয়ে বোঝানো খুবই কঠিন ৷ শ্রোতারা আমাদের গান শুনলেই বুঝতে পারবেন আসলে কী বলতে চাইছি !

advertisement

কোনও লাইভ শো নয়, একেবারেই ‘ভিডিও অ্যালবাম’ দিয়ে ব্যান্ড লঞ্চ ! এটা কি ইচ্ছে করেই?

শতদল: একেবারেই ইচ্ছে করে ৷ আমারা চেয়েছিলাম, ভিডিওর মধ্যে দিয়েই শ্রোতাদের কাছে পৌঁছতে ৷ কারণ, এই ধরণের অ্যাপ্রোচ নতুন প্রজন্মের কাছে খুব জনপ্রিয় ৷ আর যেহেতু এটা মোবাইল অ্যাপ, ইন্টারনেটের যুগ, তাই ইউটিউবকেই হাতিয়ার করেছি শ্রোতাদের কাছে যেতে ৷ আপাতত, একটা গানই আমরা তৈরি করেছি ৷ আরও গানের কাজ চলছে ৷ তৈরি হয়ে গেলে একের পর এক প্রকাশ করব ৷

advertisement

‘বং স্কোয়াড’- অন্য সদস্যদের সম্পর্কে কিছু বলুন ?

শতদল: আমরা চার বন্ধু রাজর্ষী, বিজিৎ ও প্রেমজিৎ আর আমি ৷ আমি ভোকালিস্ট, রাজর্ষী রয়েছে গিটারে, বিজিৎ বেস গিটার, প্রেমজিৎ ড্রামার ৷ আমাদের ভিডিওটা বানিয়েছেন বিদুলা ভট্টাচার্য আর কস্টিউম থেকে ভিডিও প্রোজেকেটর খুঁটিনাটির দায়িত্বে ছিলেন অনিন্দিতা রায় চৌধুরী ৷ আর পুরো ব্যাপারটার দায়িত্ব নিয়েছিলেন সিদ্ধার্থ দা ৷

advertisement

বং স্কোয়াডের প্রথম গান ও ভিডিও প্রকাশ পেয়েছে ৩০ জুলাই ৷ গানের কথা ও সুর শতদল চট্টোপাধ্যায়ের ৷ গানটি হল-

পারিনা ভুলে যেতে

খসে পড়া তারাদের ভিড়ে

হারানো পলক ছিঁড়ে ছিঁড়ে

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

ঘুরে ফিরে চেয়েছি তোকে...

বাংলা খবর/ খবর/বিনোদন/
শহরে নতুন বাংলা ব্যান্ড ‘বং স্কোয়াড’ ! নতুন গান সফর...