চার বন্ধু শতদল, রাজর্ষী, প্রেমজিৎ ও বিজিৎ ৷ দল বাঁধার জন্যই এদের দল নয় ৷ এমনকী, কখনই প্ল্যানিং ছিল না বাংলা ব্যান্ড শুরু করবেন ৷ কিন্তু পরিকল্পনা ছাড়াই, তৈরি হয়ে গেল বং স্কোয়াড...
হঠাৎ কেন বং স্কোয়াড ?
শতদল: হঠাৎ বলাটা ভুল হবে ৷ তবে হ্যাঁ, বং স্কোয়াড যে তৈরি হবে, এটা আমাদের প্ল্যানিংয়ে ছিল না ৷ যেমন সাধারণত দেখা যায়, চার-পাঁচজন এক হয়ে দল বেঁধে, ফুলপ্রুফ ব্যান্ড তৈরি করা ৷ আমাদের ব্যাপারটা সেরকম ঠিক নয় ৷ আমরা সবাই গান গাইতাম, সুর দিতাম, গান লিখতাম ৷ নিজের মতো করেই ৷ তারপর মাথায় এল, যুগটা বদলেছে ৷ এখন আর শুধু সিডি বা ক্যাসেটে আটকে থাকলে চলবে না ৷ এমন কিছু করতে হবে, যাতে সহজে শ্রোতার কাছে পৌঁছতে হবে ৷ আর সেখান থেকেই বং স্কোয়াডের জন্ম !
advertisement
তার মানে সেই তো আরেকটা বাংলা ব্যান্ড ৷ বং স্কোয়াডে নতুন কী?
শতদল: প্যাকেজিং ৷ বলতে পারেন আমাদের প্যাকেজিংই, আমাদের ইউএসপি ৷
প্যাকেজিং বলতে?
শতদল: কম্বাইন মিউজিক ৷ মিউজিকের মিশেল বা কম্বিনেশন ৷ সাধারণত আমরা দেখে থাকি বা শুনে থাকি মিউজিকের ওপর ভর করে গানটা এগিয়ে চলে ৷ আমাদের গানের ক্ষেত্রে, প্রত্যেকটি ইন্সট্রুমেট গানের প্রতিটা শব্দকে, বহন করছে ৷ আসলে ব্যাপারটা কথা দিয়ে বোঝানো খুবই কঠিন ৷ শ্রোতারা আমাদের গান শুনলেই বুঝতে পারবেন আসলে কী বলতে চাইছি !
কোনও লাইভ শো নয়, একেবারেই ‘ভিডিও অ্যালবাম’ দিয়ে ব্যান্ড লঞ্চ ! এটা কি ইচ্ছে করেই?
শতদল: একেবারেই ইচ্ছে করে ৷ আমারা চেয়েছিলাম, ভিডিওর মধ্যে দিয়েই শ্রোতাদের কাছে পৌঁছতে ৷ কারণ, এই ধরণের অ্যাপ্রোচ নতুন প্রজন্মের কাছে খুব জনপ্রিয় ৷ আর যেহেতু এটা মোবাইল অ্যাপ, ইন্টারনেটের যুগ, তাই ইউটিউবকেই হাতিয়ার করেছি শ্রোতাদের কাছে যেতে ৷ আপাতত, একটা গানই আমরা তৈরি করেছি ৷ আরও গানের কাজ চলছে ৷ তৈরি হয়ে গেলে একের পর এক প্রকাশ করব ৷
‘বং স্কোয়াড’- অন্য সদস্যদের সম্পর্কে কিছু বলুন ?
শতদল: আমরা চার বন্ধু রাজর্ষী, বিজিৎ ও প্রেমজিৎ আর আমি ৷ আমি ভোকালিস্ট, রাজর্ষী রয়েছে গিটারে, বিজিৎ বেস গিটার, প্রেমজিৎ ড্রামার ৷ আমাদের ভিডিওটা বানিয়েছেন বিদুলা ভট্টাচার্য আর কস্টিউম থেকে ভিডিও প্রোজেকেটর খুঁটিনাটির দায়িত্বে ছিলেন অনিন্দিতা রায় চৌধুরী ৷ আর পুরো ব্যাপারটার দায়িত্ব নিয়েছিলেন সিদ্ধার্থ দা ৷
বং স্কোয়াডের প্রথম গান ও ভিডিও প্রকাশ পেয়েছে ৩০ জুলাই ৷ গানের কথা ও সুর শতদল চট্টোপাধ্যায়ের ৷ গানটি হল-
পারিনা ভুলে যেতে
খসে পড়া তারাদের ভিড়ে
হারানো পলক ছিঁড়ে ছিঁড়ে
ঘুরে ফিরে চেয়েছি তোকে...