TRENDING:

করোনার জন্য এবার সিল করা হল পরিচালক জোয়া আখতারের বাড়ি !

Last Updated:

পরিচালক জোয়ার বাড়িটিও সিল করা হল বিএমসির তরফ থেকে। করোনা সংক্রমণ এড়াতেই সিল করা হয়েছে জোয়ার বাড়ি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: দেশে করোনার প্রকোপ বেড়েই চলেছে। লকডাউন সামান্য হালকা হতেই হু-হু করে বাড়তে শুরু করেছে সংক্রমণ ! করোনায় আক্রান্ত হয়েছেন বলিউডের বেতাজ বাদশা অমিতাভ বচ্চন। শুধু অমিতাভ নন, অভিষেক, ঐশ্বর্য এবং আরাধ্যাও করোনা পজেটিভ। করোনায় আক্রান্ত অনুপম খেরের মা। বলিউডে একের পর এক করোনায় আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। সম্প্রতি সিল করা হয়েছে রেখার বান্দ্রার বাংলো। তাঁর বাংলোর এক সিকিউরিটি গার্ডের শরীরে করোনা পজিটিভ পাওয়া গেছে। এর পরই সিল করা হয় বাংলো। করোনা টেস্ট করা হয় রেখার। যদিও তা নেগেটিভ। তবুও ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে রেখাকে। তাঁর বাড়ি সংলগ্ন এলাকাকে কন্টেইনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে।
advertisement

রেখার বাংলোটি বান্দ্রা বাসস্ট্যান্ডের কাছে। রেখার ঠিক পাশের বাড়িটিই জোয়া আখতারের। পরিচালক জোয়ার বাড়িটিও সিল করা হল বিএমসির তরফ থেকে। করোনা সংক্রমণ এড়াতেই সিল করা হয়েছে জোয়ার বাড়ি। এই সময় তাঁর বাড়িতে কেউ যাতায়াত করতে পারবেন না। জোয়ার ও করোনা টেস্ট করা হবে।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন
বাংলা খবর/ খবর/বিনোদন/
করোনার জন্য এবার সিল করা হল পরিচালক জোয়া আখতারের বাড়ি !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল