ক্যাটরিনা কাইফ বাসন মাজছেন, ঘর ঝাঁট দিচ্ছেন। শিল্পা শেঠি বাগান পরিস্কার করছেন। হিনা খান বাসন মাজছেন। মোট কথা সেলেবরা নিজেই নিজেদের রোজকার কাজ করছেন। এবার এই লিস্টে নাম লেখালেন বলিউড অভিনেত্রী জারিন খান। তিনি বালতিতে জল নিয়ে কাপড় ভিজিয়ে মুছছেন ঘর। দরজা জানালা সব মুছে পরিস্কার করছেন। মাথায় হলুদ হেয়ারব্যান্ড। কালো জামা পরে ঘর মুছছেন তিনি। এই ভিডিও নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেত্রী।
advertisement
Location :
First Published :
March 31, 2020 7:43 PM IST