বলিপাড়ার সকলের ভালবাসার মাস্টারজি ছিলেন তিনি । সে সময় বলিউডে একটি প্রচলন ছিল। কোরিওগ্রাফারদের বলা হত মাস্টারজি। টিনসেল টাউনের তিনিই শেষ মাস্টারজি। সকলেই তাঁকে শ্রদ্ধা করতেন । তাবড় তাবড় স্টারদের শিক্ষা যেমন তিনি দিতেন, তেমনই প্রয়োজনে শাসনও করতেন তাঁদের ।
সেই মাস্টারজিই একবার রেগে গিয়েছিলেন সলমন খানের উপর । সলমনের এক ভক্ত ছিলেন বিশেষভাবে সক্ষম । হাঁটাচলার ক্ষমতা ছিল না তাঁর । তিনি সরোজজি’কে অনুরোধ করেছিলেন একবার সলমনের সঙ্গে তাঁর কথা বলাতে । সরোজ কান সলমনকে ফোন করেন । কিন্তু তিনি ব্যস্ত থাকায় তিনি নিজেরই এক টেকনিশিয়ানকে ফোনটা সলমনের হাতে দিতে বলেন । ওই টেকনিশিয়ান তখন সল্লু ভাইয়ের সঙ্গেই কাজ করছিলেন । কিন্তু মাস্টারজির ফোন শুনেও সলমন সেই ফোন ধরতে অস্বীকার করেন । এতেই দুক্রখ পেয়েছিলেন সরোজ ।
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 03, 2020 12:06 PM IST