গত রবিবার কফি হাতে করণ জোহরের সঙ্গে আড্ডায় মেতেছিলেন ‘ধড়ক’-এর নায়িকা ৷ সেখানে একের পর এক বাঁকা প্রশ্নের মারকাটারি উত্তর দিয়েছেন জাহ্নবী ৷ এমনকি র্যাপিড ফায়ার রাউন্ডেও অর্জুনকে হারিয়ে দেন তিনি ৷ কিন্তু শেষ পর্যন্ত দু’জনের একটি যৌথ খেলায় হেরে যান ৷
খেলার নিয়মে বলা হয়েছিল, যে কোনও একজন পরিবারের মানুষকে ফোন করতে হবে ৷ ফোনের ও প্রান্তে যিনি থাকবেন, তাঁকে বলতে হবে, ‘হাই করণ, হোয়াটসঅ্যাপ?’ জাহ্নবী এরপরেই ফোন করেন, দিদি আংশুলা কাপুরকে ৷ বারবার তাঁকে অনুরোধ করেন, ‘হাই করণ, হোয়াটসঅ্যাপ?’ কথাটি বলতে ৷ অন্যদিকে অর্জুন বোনকে এই কথা বলতে নিষেধ করেন ৷ এমনকি তিনি বলেন, এই কথা অংশুলা বললে আর বাড়িই ফিরবেন না তিনি ৷ ফলে জাহ্নবীর বারবার অনুরোধ সত্ত্বেও চুপ করে থাকেন অংশুলা ৷ অন্যদিকে, খেলার নিয়ম মতো বাবা বনি কাপুরকে ফোন করেন অর্জুন ৷ জাহ্নবী বাধা দেওয়ার আগেই বনি বলে বসেন, ‘হাই করণ, হোয়াটসঅ্যাপ?’ এখানেই গেম জিতে যান অর্জুন ৷
advertisement
কিন্তু জাহ্নবী প্রায় কাঁদো কাঁদো মুখ করে বলেন, ‘‘আমার মনে হচ্ছে, আমিই সেই সন্তান যে এই পরিবারের সকলের ভালবাসা থেকে বঞ্চিত ৷’’ জাহ্নবীর এই দুঃখ দেখে অবশ্য দর্শকরা তাঁকেই বেশি সমর্থন করে বসেন ৷