TRENDING:

'রণবীর কাপুরকে বিয়ে করতে চাই!' প্রকাশ্যে স্বীকার করলেন আলিয়া

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: অয়ন মুখোপাধ্যয়ের 'ব্রহ্মাস্ত্র'-এ প্রথমবার জুটি বাঁধলেন রণবীর কাপুর আর আলিয়া ভট্ট! ইতিমধ্যেই, তাঁদের সম্পর্ক নিয়ে গুজগুজ-ফুসফুস শুরু হয়ে গিয়েছে!
advertisement

আলিয়া প্রকাশ্যে স্বীকারও করেছেন, রণবীরের প্রতি তাঁর ভীষণ ক্রাশ! তিনি তাঁকে বিয়েও করতে চান!

এই ভাললাগা কিন্তু আজকের নয়! বহুদিনের! ২০১৩- এ করন জোহরের চ্যাট শো-এ নায়িকা বলেছিলেন, ''এখনও মনে আছে যেদিন প্রথম রণবীরের সঙ্গে কথা বলেছিলাম। 'রকস্টার' রিলিজের পর, করন একদিন আমাকে ডেকে বলল, 'এই নাও রণবীরের সঙ্গে কথা বল! বল, যে তুমি ওকে কতটা ভালবাস!' আমি পুরো ঘাবড়ে গিয়েছিলাম সেদিন! কি সব উলটোপাল্টা বলেছিলাম! আসলে মাথা কাজ করছিল না!''

advertisement

যদিও সেই সময় ক্যাটরিনার সঙ্গে প্রেমে মজে ছিলেন 'বরফি'স্টার, কিন্তু তা নিয়ে আলিয়ার খুব একটা মাথাব্যথা ছিল না! করন মজা যখন তাঁকে মজা করে জিজ্ঞেস করেন, তাঁর রণবীরকে বিয়ে করার প্ল্যান ক্যাটরিনা জানেন কী না? আলিয়া বলেছিলেন, '' সবাই আমার প্ল্যান জানে! আমি তো অন রেকর্ড বলেছি! খালি রণবীরকেই জানানো হয় নি!''

advertisement

কিন্তু এখন এই খবরটা আর রণবীরের অজানা নয়! তিনি ভাল করেই জানেন, তার প্রতি আলিয়া দুর্বল! ব্যাপারটা এনজয়ও করেন তিনি! ইদানীং তো দু'জন দু'জনেক চোখে হারাচ্ছেন! সোনম আর আনন্দর রিসেপশন-এও একসঙ্গে যান কপোত কপোতি। আর সেখানেই আলিয়ার দেখা হয়ে যায় রণবীরের প্রাক্তন গার্লফ্রেন্ড ক্যাটরিনার সঙ্গেও।

কিন্তু তারপর কী হল? যদি ভাবেন ওখানেই মারামারি কাটাকাটি শুরু করে দিয়েছিলেন আলিয়া, ক্যাট, তা হলে ভুল! আলিয়া রনবীরের 'নিউ ফ্লেম' জেনেও, তাঁর সঙ্গে সুন্দর ব্যবহার করেন 'এক থা টাইগার' স্টার! করন জোহর ইনস্টাগ্রামে ক্যাটরিনা, আলিয়া, গৌরির সঙ্গে একটি সেলফিও পোস্ট করেন।

advertisement

শুটিং না থাকলে প্রায়ই একসঙ্গে সময় কাটান আলিয়া-রণবীর। হালে তাঁদের ডিনার করতে দেখা যায় মুম্বইয়ের এক রেস্তোরাঁয়। যদিও সঙ্গে ছিলেন অয়ন মুখোপাধ্যায় আর করন জোহর, কিন্তু আলিয়া-রণবীর নিজেদের গল্পেই মশগুল ছিলেন। এবং, ডিনার শেষে দু'জনে একই গাড়িতে রেস্তোরাঁ থেকে বের হন।

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

এই প্রথম নয়, এর আগেও তাঁদের একসঙ্গে ডিনার করতে দেখা যায়। একান্তে সময় কাটিয়েছিলেন জোয়া আখতারের বাড়িতেও।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
'রণবীর কাপুরকে বিয়ে করতে চাই!' প্রকাশ্যে স্বীকার করলেন আলিয়া