ইউকেলেলে বাজিয়ে মাঝে মাঝেই ছোট্ট সোনাকে বিভিন্ন ভাষায় গান শোনান অভিনেত্রী কল্কি কোয়েচলিন ৷ মা দিবসে খুদেকে ভোলাতে ডাক পড়ল বাংলার ঘুমপাড়ানি মাসি পিসির ৷ ইউকেলেলে বাজিয়ে কল্কি গাইলেন, ‘ঘুম পাড়ানি মাসি পিসি, মোদের বাড়ি এসো ৷’ মায়ের মুখে এমন গান শুনে আহ্লাদে আটখানা ছোট্ট স্যাফো ৷ শুধু কল্কির গানে শুধু তার কন্যাই নয় মুগ্ধ নেটিজেনরাও ৷ ইনস্টাগ্রামে মা-মেয়ের এমন মিষ্টি ভিডিও শেয়ার হতেই ভরে গেল নেটিজেনদের প্রশংসায় ৷ কল্কি জানিয়েছেন, তাঁর এক বাঙালি বন্ধুর কাছ থেকে এই গান শিখেছেন তিনি ৷ পোস্টে সেই বন্ধুকেও ধন্যবাদ জানাতে ভোলেননি তিনি ৷
advertisement
লকডাউনে মাতৃত্ব চুটিয়ে উপভোগ করছেন কল্কি ৷ কখনও এই বলি অভিনেত্রী ইনস্টাতে খুদের সঙ্গে গানের ভিডিও পোস্ট করেন তো কখনও আদরের ৷ আবার এই সমস্ত মিষ্টি অভিজ্ঞতার সঙ্গে সঙ্গে সন্তানের নোংরা ন্যাপির ছবি পোস্ট করতেও পিছপা হন না অভিনেত্রী ৷