TRENDING:

লকডাউনে বাসন মেজে দিন কাটছে রিতেশ দেশমুখের ! জেনেলিয়া ব্যস্ত সাজগোজে ! দেখুন ভিডিও

Last Updated:

জেনেলিয়া বাড়িতে জমে থাকা সব বাসন বের করে আনলেন। তারপর রিতেশ দেশমুখকে দিয়ে সব বাসন মাজালেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: সারা দেশে করোনা ভাইরাস প্রতিরোধের জন্য চলছে ২১ দিনের লকডাউন। এই লকডাউনে ঘরে বন্দি রয়েছেন বলি থেকে টলির সেলেবরা। তাঁদের মধ্যে কেউ করছেন বাড়ির কাজ। বাড়ির কাজ মানে সে একেবারে যা তা কাণ্ড ! বাসন মাজা থেকে, ঘর ঝাঁট সব কিছুই করতে হচ্ছে সেলেবদের।
advertisement

কিন্তু এই লকডাউনে জেনেলিয়া যা করলেন, তা বোধহয় কেউ করেননি। বাড়িতে জমে থাকা সব বাসন বের করে আনলেন। তারপর রিতেশ দেশমুখকে দিয়ে সব বাসন মাজালেন। হাতে বেলনচাকি ধরে ভয়ও দেখালেন। না মাজলেই মারবেন রিতেশকে। একটি ভিডিও আজ রিতেশ তাঁর ইনস্টাতে শেয়ার করেন। সেখানেই দেখা যাচ্ছে এই কাণ্ড। যদিও টিকটকের জন্যই বানিয়েছেন ভিডিওটি। রিতেশ গাইছেন, মকা মিলেগা তো হাম বাতা দেঙ্গে। ভিডিওটি মজার হলেও এভাবেই দিন কাটছে রিতেশের। মনে ভাবছেন কবে যে লকডাউন উঠবে।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
লকডাউনে বাসন মেজে দিন কাটছে রিতেশ দেশমুখের ! জেনেলিয়া ব্যস্ত সাজগোজে ! দেখুন ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল