কিন্তু এই লকডাউনে জেনেলিয়া যা করলেন, তা বোধহয় কেউ করেননি। বাড়িতে জমে থাকা সব বাসন বের করে আনলেন। তারপর রিতেশ দেশমুখকে দিয়ে সব বাসন মাজালেন। হাতে বেলনচাকি ধরে ভয়ও দেখালেন। না মাজলেই মারবেন রিতেশকে। একটি ভিডিও আজ রিতেশ তাঁর ইনস্টাতে শেয়ার করেন। সেখানেই দেখা যাচ্ছে এই কাণ্ড। যদিও টিকটকের জন্যই বানিয়েছেন ভিডিওটি। রিতেশ গাইছেন, মকা মিলেগা তো হাম বাতা দেঙ্গে। ভিডিওটি মজার হলেও এভাবেই দিন কাটছে রিতেশের। মনে ভাবছেন কবে যে লকডাউন উঠবে।
advertisement
Location :
First Published :
April 02, 2020 9:18 PM IST