TRENDING:

'দাবাং থ্রি'-র শ্যুটিং ফ্লোর থেকে কেন বেরিয়ে গেলেন সলমন? শুনলেন না কারও কথা...

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: শুরু হয়ে গিয়েছে 'দাবাং থ্রি'-এর শ্যুটিং। সলমন খান এই ছবির চুলবুল পাণ্ডে। সলমান খান দাবাং-এর আগের সিরিজ গুলোতে পুলিশ অফিসার চুলবুল পাণ্ডের চরিত্রে অভিনয় করেছেন। 'দাবাং থ্রি'-তেও দেখা তাঁকে দেখা যাবে ওই একই চরিত্রে অভিনয় করতে। প্রভু দেবা এই ছবির পরিচালক। তারমানে ছবি জমে যাবে তা এখন থেকেই বোঝা যাচ্ছে।
advertisement

ছবি শ্যুটিং শুরু হবে ইন্দোর থেকে। আরবাজ খান ও সলমন খান দুই ভাই-ই থাকছেন এই ছবিতে। ছবি শ্যুটিং-এর জন্য ইন্দোরে নেমেই তাঁর ফ্যানেদেরকে ছবির কথা জানালেন সলমন ও আরবাজ। তাঁরা কোথায় কোথায় যাবেন তাও জানালেন। তবে শ্যুটিং শুরুর পরের দিনই দুই ভাই সাইকেল চালিয়ে বেরিয়ে গেলেন শ্যুটিং ফ্লোর থেকে। আরবাজের সঙ্গে সলমন ও চলে গেলেন। কিন্তু কেন? তার কোনও কারণ জানা যায়নি। তবে দেখে যা মনে হচ্ছে নেহাত মজা করতেই এসব করছেন তাঁরা।---

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বাংলা খবর/ খবর/বিনোদন/
'দাবাং থ্রি'-র শ্যুটিং ফ্লোর থেকে কেন বেরিয়ে গেলেন সলমন? শুনলেন না কারও কথা...