TRENDING:

মালাইকা ও অর্জুনের সম্পর্কে খুশি ঋষি কাপুর ! ভাইরাল ছবি

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: ঋষি কাপুর অনেকদিন ধরেই অসুস্থ ছিলেন। কিন্তু এখন তিনি সুস্থ। শাহরুখ খান, আমির খান, আলিয়া ভাট থেকে শুরু করে ক্যাটরিনা কাইফ সকলেই দেখা করেছেন ঋষির সঙ্গে। এবার সেই লিস্টে যোগ হল মালাইকা আরোরা ও অর্জুন কাপুরের নাম। যদিও অর্জুন তাঁদের ঘরের ছেলে।
advertisement

সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে নীতু লিখলেন, 'মজার সন্ধে কাটালাম আমাদের ঘরের ছেলে অর্জুন আর মিষ্টি মালাইকার সঙ্গে।' নীতু যে ছবি পোস্ট করেছেন তাতে মালাইকা ও অর্জুনের হাত নিজের বুকে চেপে ধরে রেখেছেন ঋষি। এই ছবি মালাইকা ও অর্জুনের বিয়ে বা প্রেমের সম্পর্ককে এক প্রকার স্বীকৃতি দিয়েছে। বোঝাই যাচ্ছে মালাইকা ও অর্জুনের সম্পর্কে বেশ খুশি ঋষি কাপুর ও নীতু। আর নীতু কাপুরের পোস্ট থেকে বোঝাই যাচ্ছে তাঁরা মন থেকেই মেনে নিয়েছেন এই জুটিকে। বয়সে কি যায় আসে প্রেম বা ভালবাসাটাই আসল।---

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
মালাইকা ও অর্জুনের সম্পর্কে খুশি ঋষি কাপুর ! ভাইরাল ছবি