TRENDING:

#metoo: না করলেন বিদ্যা বালন! তিনি আর কাজ করবেন না!

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: বিদ্যা বালন আর কোনও দিন কাজ করবেন না সাজিদ খানের সঙ্গে। একটি শো'তে এসে বলেন এ কথা বললেন বিদ্যা বালন। তাঁর মতে, সাজিদ খান মেয়েদের সঙ্গে কাজ করার যোগ্য নন। ইতিমধ্যে #মিটু-তে অভিযুক্ত হয়ে 'হাউসফুল-৪' থেকে নিজেকে সরিয়ে নিতে বাধ্য হয়েছেন সাজিদ খান। তাঁর বিরুদ্ধে একাধিক মহিলা যৌন নিগ্রহের অভিযোগ এনেছেন। তার পর থেকেই কার্যত একঘরে সাজিদ খান। ওই চ্যাট শো-তে অতিথি হিসেবে আসা বিদ্যা বালনকে প্রশ্ন করা হয়েছিল, যে ভবিষ্যতে বিদ্যা কার সঙ্গে কাজ করতে চাইবেন না? তখনই সাজিদের নাম করেন তিনি।
advertisement

ইতিমধ্যে সাজিদের দিদি, নৃত্যপরিচালক-পরিচালক ফারহা খান এবং তুতো ভাই ফারহান আখতার গোটা ঘটনার নিন্দা করেছেন। যদিও ‘হে বেবি’ ছবিতে পরিচালক সাজিদের সঙ্গে কাজ করতে দেখা গেছে বিদ্যা বালনকে। কিন্তু ভবিষ্যতে আর দেখা যাবে না সাজিদের ছবিতে বিদ্যাকে।

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘা যাওয়ার পথে নেগুয়া গ্রাম! এখানেই রয়েছে বঙ্কিমচন্দ্রের রহস্যময় ইতিহাস, জানুন
আরও দেখুন
বাংলা খবর/ খবর/বিনোদন/
#metoo: না করলেন বিদ্যা বালন! তিনি আর কাজ করবেন না!