TRENDING:

Bollywood|| ডাকসাইটে অভিনেত্রীদের জলসা! স্ক্রিন শেয়ার করবেন বিদ্যা বালন-শেফালি শাহ

Last Updated:

বলিউডের গুণি অভিনেত্রী শেফালি শাহের (Shefali Shah) সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন বিদ্যা বালন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: কিছু দিন আগেই মুক্তি পেয়েছে বিদ্যা বালন (Vidya Balan) অভিনীত ছবি শেরনি (Sherni)। একজন ফরেস্ট অফিসারের ভূমিকায় বিদ্যাকে দারুণ মানিয়েছে। অভিনেত্রী আগাগোড়াই নিজের অভিনয়ের জাদুতে মুগ্ধ করেছেন দর্শকদের। এই ছবিতেও বিদ্যার অভিনয় স্ক্রিন থেকে চোখ সরাতে দেয়নি দর্শকদের। এবার আরও একটি ছবি সাইন করেছেন বিদ্যা। তাঁর আগামী ছবি অ্যাবানডানসিয়া এন্টারটেনমেন্টের (Abundantia Entertainment) প্রযোজক বিক্রম মালহোত্রার (Vikram Malhotra) তত্ত্বাবধানে হবে।
advertisement

কিছু দিন আগেই খবর পাওয়া গিয়েছিল বিদ্যা বালন তুমহারি সুলুর (Tumhari Sulu) পরিচালক সুরেশ ত্রিবেণীর (Suresh Triveni) সঙ্গে কাজ করবেন। তবে সেটা কোন ছবি তা জানা যায় নি। এবার জানা গিয়েছে এই ছবিটি সেই ছবিই! এতে বলিউডের গুণি অভিনেত্রী শেফালি শাহের (Shefali Shah) সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন বিদ্যা। এই ছবিটির নাম রাখা হয়েছে জলসা (Jalsa)। ছবি নির্মাতারা দাবি করেছেন এই ছবি বলিউডের এক যুগান্তকারী ছবি তৈরি হতে চলেছে।

advertisement

একটি রিপোর্টে বলা হয়েছে জলসা ছবিতে সমাজের শ্রেণি বিভেদগুলিকে তুলে ধরবে। এটি একটি থ্রিলার ছবি। যেখানে বিদ্যা ও শেফালি সমাজের দু'টি আলাদা আলাদা ক্ষেত্রে থেকে, প্রধান চরিত্রে অভিনয় করবেন। ছবিটি শুটিং মুম্বইয়ের স্টুডিওতে সেপ্টেম্বরে মাঝামাঝি সময় থেকে শুরু হবে। শেফালি শাহ তার আগে আলিয়া ভাটের (Alia Bhatt) সঙ্গে ডার্লিংস (Darlings) ছবির শুটিং সেরে নিতে চাইছেন। এছাড়াও আয়ুষ্মান খুরানার (Ayushmann Khurrana) সঙ্গে ডক্টর জি (Doctor G) ছবিতে শেফালিকে দেখা যাবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

অন্য দিকে, এলিপসিস এন্টারটেনমেন্ট (Ellipsis Entertainment) প্রযোজনা সংস্থার একটি সিনেমায় খুব শীঘ্রই বিদ্যা বালনকে দেখা যাবে। এই ছবিতে স্ক্যাম ১৯৯২ (Scam 1992) খ্যাত প্রতীক গান্ধি (Pratik Gandhi) কাজ করবেন বলে জানা গিয়েছে। ছবিটির পরিচালনা করবে শীর্ষ গুহ ঠাকুরতা (Shirsha Guha Thakurta)। বিদ্যার ছবি মানেই একটু অন্য ঘরানার ছোঁয়া। দর্শকের মন সব সময় চেয়েছে অন-স্ক্রিন বিদ্যাকে। তাই একের পর এক ছবি নিয়ে হাজিরও হচ্ছেন অভিনেত্রীও।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Bollywood|| ডাকসাইটে অভিনেত্রীদের জলসা! স্ক্রিন শেয়ার করবেন বিদ্যা বালন-শেফালি শাহ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল