আর এবার সেই চাদরের ভাঁজেই দেখা দিলেন তাঁরা সবার চোখের সামনে। সোশ্যাল মিডিয়ায় অবশ্যই! আরও একটা কথা না বললেই নয়- বরুণের এই Instagam পোস্ট জুড়ে শুধুই নাতাশা নেই! আছেন মা লালি ধাওয়ান (Lali Dhawan), বৌদি জাহ্নবী দেশাই (Jaanvi Desai) আর ভাইঝি নিয়ারা ধাওয়ান (Niyara Dhawan)! ব্যাপারটা কী?
সদ্য পেরিয়ে যাওয়া আন্তর্জাতিক নারী দিবস! তাছাড়া আবার কী! ভারতীয় নারীরা যে কী বিপুল ক্ষমতার অধিকারিণী, তা নিজের পরিবারের এই নারীদের ছবি দিয়েই সবাইকে বোঝাতে চেয়েছেন বরুণ। প্রথম ছবিটা নাতাশার সঙ্গে, দেখা যাচ্ছে যে স্ত্রী শুয়ে আছেন স্বামীর পিঠের উপরে। দু'জনের গায়েই একই রকমের গোল-গলা টি-শার্ট। বরুণের হাসি আর নাতাশার সলজ্জ মুখভঙ্গীই বুঝিয়ে দিয়েছে যে পরস্পরের শরীরে কী ভাবে মিশে যান তাঁরা!
দ্বিতীয় ছবিটায় নায়ককে দেখা যাচ্ছে মায়ের সঙ্গে। দেখে মনে হয় কোনও এক ফরেন ট্রিপের ছবি, যেখানে ছেলেকে জড়িয়ে ধরেছেন লালি। আর সব শেষে দেখা যাচ্ছে তাঁর বৌদি জাহ্নবীর ঘর। আমরা দেখছি যে খুদে নিয়ারা বেশ শক্ত মুঠিতে চুল টেনে ধরেছে তার কাকার! এই ভাবেই আন্তর্জাতিক নারী দিবসে নিজের পরিবারের নারীদের নতুন করে প্রচারের আলোয় এনেছেন বরুণ।
বলিউডের নিন্দুকেরা যদিও বলছেন অন্য কথা! তাঁদের দাবি- বরুণের বুদ্ধি দেখে যেমন অবাক হতে হয়, তেমনই শেখারও আছে তা থেকে। বিয়ের পর স্ত্রীর সঙ্গে অন্তরঙ্গতার ছবি সোশ্যাল মিডিয়ায় দিলে তা নিয়ে পরিবারের অন্য নারীরা কথা শোনাতে পারতেন! তাই বুদ্ধি করে এমন দিনেই ছবি দিলেন যা নিয়ে কেউ কিছু বলতে পারবেন না!