তিনি জানিয়েছেন, অফিস কেনার যাবতীয় কাগজপত্র তিনি কঙ্গনাকে দেখাতে চান। আর তাই কঙ্গনার সঙ্গে দেখা করতে চান। ঊর্মিলা বলছেন, নমস্কার কঙ্গনাজি। আমার জন্য আপনার যে উচ্চ ধারণা রয়েছে, আমি তা শুনেছি। পুরো দেশ শুনেছে। আজ পুরো দেশের সামনে আমি বলতে চাই, তুমি দিন ও একটা জায়গা ঠিক করো। আমি আমার কাগজপত্র নিয়ে পৌঁছে যাব। ২৫-৩০ বছর ধরে আমি যে কঠোর পরিশ্রম করেছি, তা থেকেই ২০১১-য় আমি এই আন্ধেরিতে বাড়ি কিনেছি। আমি ফ্ল্যাটের যাবতীয় কাগজপত্র নিয়ে আসব। মার্চের প্রথম সপ্তাহে আমি সেই বাড়ি বিক্রি করেছি। তার কাগজও আনব। এখন যে বাড়ি কিনেছি তার কাগজও থাকবে। রাজনীতিতে আসার বহু আগেই আমি বাড়িটি কিনেছিলাম। তোমায় দেখাতে চাই।
advertisement
সঙ্গে ঊর্মিলা আরও বলছেন, বদলে আমি একটা জিনিস চাই। কোটি কোটি মানুষ যে কর দিচ্ছে,,তা থেকেই আপনাকে ওয়াই প্লাস নিরাপত্তা দিচ্ছে কেন্দ্র। কারণ আপনি বলেছেন, আপনার কাছে মাদকযোগ সংক্রান্ত বহু খবর রয়েছে যা আপনি এনসিবিকে বলতে চান। পুরো দেশ সেটার জন্য অপেক্ষা করছে। আপনি দয়া করে সেই নামগুলি প্রকাশ করুন। আপনার উত্তরের অপেক্ষায় রইলাম।
রবিবার একটি সংবাদমাধ্যমের পক্ষ থেকে পোস্ট করা হয়, শিবসেনা যোগ দেওয়ার পরেই ঊর্মিলা ৩ কোটি টাকার একটি অফিস কিনেছেন। সেই পোস্ট শেয়ার করে কঙ্গনা লেখেন, ঊর্মিলাজি, আমি নিজের পরিশ্রমে অফিস বানিয়েছিলাম। কংগ্রেস ভেঙে দিচ্ছে। সত্যি বিজেপিকে খুশি করে ২৫-৩০টা মামলায়ই আমি জড়িয়েছি। আমিও যদি আপনার মতো কংগ্রেসকে খুশি করতাম, কত ভালো হত। আমি কি বোকা।
কঙ্গনার এই পোস্টের জন্যই পাল্টা জবাব দিয়ে ভিডিও পোস্ট করেছেন ঊর্মিলা।