বব বিশ্বাসের পরিচিত ডায়লগ এক মিনিট এবারের ট্রেলারেও দেখা গিয়েছে। তবে ট্রেলারের শুরুতেই দেখানো হয়েছে, নিজের স্মৃতি হারিয়েছেন বব, অথবা তিনি তার নাটক করছেন। নিজের স্ত্রী, সন্তান, টাকা ও সবচেয়ে গুরুত্বপূর্ণ নিজের কাজের সমস্ত কথাই ভুলে গিয়েছে। একটি মিশনে নিয়োযিত বব বিশ্বাসকে সেই স্মৃতি ফেরানোর চেষ্টা করা হচ্ছে। ছবিতে অভিষেক বচ্চনের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন চিত্রাঙ্গদা সিং। ছবিটি পরিচালনা করেছেন দিয়া অন্নপূর্ণা ঘোষ। পরাণ বন্দ্যোপাধ্যায় ও রজতাভ দত্তকে দেখা গিয়েছে ট্রেলারে।
আরও পড়ুন: কেবিসির মঞ্চে রানির কথা শুনে জয়ার ভয়ে অস্থির অমিতাভ বচ্চন, দেখুন কী কাণ্ড!
আরও পড়ুন: ১৬ বছর ধরে এই জটিল রোগে আক্রান্ত নিক জোনাস! সহযোগিতার হাত বাড়ালেন প্রিয়াঙ্কা
সুজয় ঘোষ পরিচালিত ২০১২ সালের কাহানি ছবিতে প্রথম এই চরিত্র দেখা গিয়েছিল। কাহানিতে শাশ্বত চট্টোপাধ্যায়কে দেখা গিয়েছিল এই চরিত্রে। সেই চরিত্রেই এবার আলাদা ছবিতে নায়ক বব সেজেছেন অভিষেক বচ্চন। নিজের ইনস্টাগ্রামে এদিন ট্রেলার শেয়ার করে অভিষেক লিখেছেন, 'নমস্কার, ববের সঙ্গে পরিচয় করুন'। হ্যাশট্যাগে রয়েছে বব ইজ ব্যাক। এ বছরের ৩ ডিসেম্বর জি ফাইভে মুক্তি পাওয়ার কথা এই ছবির।
শাহরুখ খানের প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেনমেন্ট এই ছবির প্রযোজনা করেছে। শাহরুখের সঙ্গেও অভিষেক ছবি করেছেন ২০০৬ সালে কভি আলবিদা না কহেনা ও ২০১৪ সালে হ্যাপি নিউ ইয়ার। অভিষেককে শেষ এ বছরের শুরুতে দ্য বিগ বুল ছবিতে দেখা গিয়েছিল।