TRENDING:

মোদির বায়োপিকে মা ও স্ত্রীর চরিত্র করছেন এই দু’জন

Last Updated:

জারিনা ওয়াহাবকে দেখা যাবে মোদির মা হীরাবেন মোদির চরিত্রে ৷ নমোর জীবনে তাঁর মা হীরাবেনের ভূমিকা অনেকটাই ৷ অন্যদিকে, বরখা বিস্তকে দেখা যাবে নরেন্দ্র মোদির স্ত্রীয়ের চরিত্রে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপর তৈরি হচ্ছে বায়োপিক ৷ মূল ভূমিকায় দেখা যাবে বিবেক ওবেরয়কে ৷ বহুদিন পর ফের পর্দায় মুখ দেখাবেন বিবেক ৷ মোদির সাজে বিবেকের ছবিও প্রকাশ্যে এসেছিল আগেই ৷ তবে সবার কৌতূহল ছিল অন্য চরিত্রগুলোয় কাকে দেখা যাবে তা নিয়েও?
advertisement

কিছুদিন আগেই জানা গিয়েছে, বিজেপির রাজ্য সভাপতি অমিস শাহের ভূমিকায় দেখা যাবে অভিনেতা মনোজ যোশীকে ৷ মনোজের ফার্স্ট লুকও রিলিজ হয়েছে দিন কয়েক আগে ৷ এবার জানা গেল নরেন্দ্র মোদির মা ও স্ত্রীয়ের চরিত্রে কাদের দেখা যাবে ৷

জারিনা ওয়াহাবকে দেখা যাবে মোদির মা হীরাবেন মোদির চরিত্রে ৷ নমোর জীবনে তাঁর মা হীরাবেনের ভূমিকা অনেকটাই ৷ তাই ছবিতেও জারিনার ভূমিকাটি বে গুরুত্বপূর্ণ ভাবেই দেখানো হবে বলে জানা যাচ্ছে ৷ অন্যদিকে, বরখা বিস্তকে দেখা যাবে নরেন্দ্র মোদির স্ত্রীয়ের চরিত্রে ৷ যশোদাবেনের সাজে বরখার ফার্স্টলুকও প্রকাশ পেয়েছে ৷

advertisement

ছবির প্রযোজক সন্দীপ সিংহ জানিয়েছেন, ‘‘এই দু’টি চরিত্রই ভীষণ ইম্পর্ট্যান্ট ৷ আমরা খুবই লাকি যে, জারিনা জির মতো অভিনেত্রী আমাদের সঙ্গে কাজ করতে রাজি হয়েছেন ৷ বরখাও দারুণ কাজ করছে এই ছবিতে ৷

জারিনা বলেছেন, ‘‘এই ছবিতে অভিনয়ের সুযোগ পাওয়া তাঁর কাছে গর্বের বিষয় ৷’’

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

অন্যদিকে, বরখা জানিয়েছেন, সন্দীপ জির সঙ্গে ‘গলিয়োঁ কি রাসলীলা রামলীলা’য় কাজ করেছিলেন তিনি ৷ এই ছবিতও যশোদাবেনের চরিত্রটি দারুণ ইন্টারেস্টিং হবে ৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
মোদির বায়োপিকে মা ও স্ত্রীর চরিত্র করছেন এই দু’জন