কঙ্গনা দাপুটে অভিনেত্রী, তা আরও একবার প্রমাণ করলেন৷ ইতিমধ্যেই গতকাল, সোমবার, দুটি ছবির জন্য সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় পুরস্কারে (67th National Awards) সম্মানিত হয়েছেন কঙ্গনা (Best Actress-Kangana Ranaut)৷ আর আজ মঙ্গলবার সামনে এল তাঁর পরবর্তী ছবি থালাইভির ট্রেলার৷ তাঁর আগের ছবি মণিকর্ণিকা বা পাঙ্গার মতো এটাই নারী কেন্দ্রিক ছবি৷ তামিলনাড়ুর রাজনীতিতে কীভাবে নিজেকে সব থেকে শক্তিশালী করে তোলেন জয়াললিতা, পান আম্মার সম্মান, সেই গল্পই দেখানো হবে ছবিতে৷ মূলত এক মহিলার লড়াইয়ের গল্পে ফের বক্সঅফিসে বাজিমাত করতে চলেছেন কঙ্গনা৷
advertisement
আরও পড়ুন 67th National Film Awards: সেরা হিন্দি ছবি সুশান্তের ছিছোরে, সেরা অভিনেত্রী কঙ্গনা
বলিউডের পাঙ্গা গার্ল আপাতত দারুণ খুশি৷ জন্মদিনে নিজের ছবির ট্রেলার মুক্তির ফলে ভক্তদের মন জয় করেছেন তিনি৷ ৪ বারের জাতীয় পুরস্কার প্রাপ্ত কঙ্গনা বহু বিতর্কে জড়িয়েছেন৷ সুশান্তের মৃত্যুর পর তিনি বারবার বলিউডের অন্ধকার দিকটি সকলের সামনে নিয়ে এসেছেন৷ বলিউডের মাফিয়ারাজ, স্বজনপোষণের কথা তুলে ধরেছেন৷ তাই তো অনেকের চোক্ষুশুল তিনি৷ তবে বলিউডে টিকে থাকতে গেলে যে কাজই আসল পরিচয়, সেটা বারবার নিজের অভিনয়ের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন কঙ্গনা রানাওয়াত৷