TRENDING:

Kangana Ranaut: জন্মদিনে জয়া রূপে আবার চমক কঙ্গনার, দেুখন ট্রেলার

Last Updated:

কঙ্গনার জন্মদিনে মুক্তি পেল তাঁর ছবি থালাইভির ট্রেলার৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: জন্মদিনে ভক্তদের সেরা উপহার দিলেন কঙ্গনা (Kangana Ranaut)৷ মুক্তি পেল তাঁর ছবি থালাইভির ট্রেলার৷ এই ছবিতে তাঁকে দেখা যাচ্ছে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়াললিতার (Jayalalitha) ভূমিকায়৷ প্রথম জীবনে অভিনেত্রী এবং পরবর্তীতে রাজনীতিক, আম্মার চরিত্র দারুণভাবে ফুটিয়ে তুলেছেন কঙ্গনা৷ ট্রেলারে প্রতি দৃশ্যে তিনি মন জয় করেছেন সকলের ৷ এই ছবির জন্য বেশ কিছুটা ওজনও বাড়িয়েছিলেন অভিনেত্রী৷ আজ, ২৩ মার্চ, নিজের ৩৪ তম জন্মদিন পালন করছেন কঙ্গনা৷ সেই উদযাপনের অঙ্গ হিসেবে ট্রেলারটি (Thalaivi trailer)প্রকাশ করা হল৷ ছবি মুক্তি পাবে ২৩ এপ্রিল৷
advertisement

কঙ্গনা দাপুটে অভিনেত্রী, তা আরও একবার প্রমাণ করলেন৷ ইতিমধ্যেই গতকাল, সোমবার, দুটি ছবির জন্য সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় পুরস্কারে (67th National Awards) সম্মানিত হয়েছেন কঙ্গনা (Best Actress-Kangana Ranaut)৷ আর আজ মঙ্গলবার সামনে এল তাঁর পরবর্তী ছবি থালাইভির ট্রেলার৷ তাঁর আগের ছবি মণিকর্ণিকা বা পাঙ্গার মতো এটাই নারী কেন্দ্রিক ছবি৷ তামিলনাড়ুর রাজনীতিতে কীভাবে নিজেকে সব থেকে শক্তিশালী করে তোলেন জয়াললিতা, পান আম্মার সম্মান, সেই গল্পই দেখানো হবে ছবিতে৷ মূলত এক মহিলার লড়াইয়ের গল্পে ফের বক্সঅফিসে বাজিমাত করতে চলেছেন কঙ্গনা৷

advertisement

আরও পড়ুন 67th National Film Awards: সেরা হিন্দি ছবি সুশান্তের ছিছোরে, সেরা অভিনেত্রী কঙ্গনা

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

বলিউডের পাঙ্গা গার্ল আপাতত দারুণ খুশি৷ জন্মদিনে নিজের ছবির ট্রেলার মুক্তির ফলে ভক্তদের মন জয় করেছেন তিনি৷ ৪ বারের জাতীয় পুরস্কার প্রাপ্ত কঙ্গনা বহু বিতর্কে জড়িয়েছেন৷ সুশান্তের মৃত্যুর পর তিনি বারবার বলিউডের অন্ধকার দিকটি সকলের সামনে নিয়ে এসেছেন৷ বলিউডের মাফিয়ারাজ, স্বজনপোষণের কথা তুলে ধরেছেন৷ তাই তো অনেকের চোক্ষুশুল তিনি৷ তবে বলিউডে টিকে থাকতে গেলে যে কাজই আসল পরিচয়, সেটা বারবার নিজের অভিনয়ের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন কঙ্গনা রানাওয়াত৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Kangana Ranaut: জন্মদিনে জয়া রূপে আবার চমক কঙ্গনার, দেুখন ট্রেলার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল